X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থী নিয়ে সমালোচনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ১৩:০০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৩:০৭





মুফতি মনির হোসাইন কাসেমী নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লার সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। জেলা বিএনপির সহ-সভাপতি শিল্পপতি শাহ আলম ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনকে বাদ দিয়ে ২০ দলীয় জোটের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলামের জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করায় বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ। বিএনপির অধিকাংশ নেতাকর্মীই মুফতি মনির হোসাইন কাসেমী সম্পর্কে ভাল করে জানেন না। কোনও আন্দোলন সংগ্রামেও তাকে রাজপথে দেখা যায়নি বলে তাদের দাবি।

ফতুল্লা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন, ‘যাকে জোটের প্রার্থী করা হয়েছে তাকে কোনোদিন দেখিনি। কোথায় থাকেন তাও জানি না। দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। তিনি মনোনয়নপত্র পেয়ে আমাকে ফোন করেছিলেন। তাকে বলেছি, উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলতে। তারা যদি আমাদের ডাকেন তখন ভেবে দেখা যাবে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ বলেন, ‘নারায়ণগঞ্জ চার আসনে জমিয়তে ওলামায়ে ইসলামের নেতা মনির হোসাইন কাসেমীকে প্রার্থী করায় দলীয় নেতাকর্মীরা হতাশ হয়েছেন।’ তিনি বলেন, ‘দলীয় নেতাকর্মীরা তাকে চেনেন না। নির্বাচনের মাত্র ২০ দিন বাকি আছে। এই সময়ের মধ্যে তাকে চিনিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া এবং ভোটারদের মন জয় করা খুবই কঠিন কাজ। মনোনয়ন পেয়ে তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমারা দলের তৃণমূলের কর্মীদের সঙ্গে বসে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবো। যেহেতু দল তাকে ধানের র্শীষ প্রতীক দিয়েছে, সেহেতু আমরা দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি। গত রবিবার আমি, জেলা বিএনপির সভাপতি শাহ আলম এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি।’

তবে ধানের র্শীষের প্রার্থী মনির হোসাইন কাসেমী বলেন, ‘আমি গত আট বছর ধরে ২০ দলীয় জোটের শরিক দল হিসেবে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই আসনে কাজ করে আসছি। বিএনপি তথা বিশ দলীয় জোটের শরিক সব দলের নেতাকর্মীদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সব পর্যায়ের নেতাদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আমার মনোনয়ন পাওয়ার বিষয়টি জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আলমই প্রথম টেলিফোনে জানিয়েছেন। দু-এক দিনের মধ্যে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা ধানের র্শীষ প্রতীকের পক্ষে কাজ করবে। এখানে প্রার্থী বড় বিষয় নয়, ধানের র্শীষ প্রতীকই বড়। এই প্রতীকের পক্ষে সবাই ঐক্যবদ্ধ আছে।’ ধানের র্শীষ প্রতীক এই আসনে বিপুল ভোটে জয়ী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা