X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিএনপি প্রমাণ করেছে তারা পাকিস্তানের পক্ষে: কাজী নাবিল আহমেদ

যশোর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২০:০৩

যশোরে রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ বলেছেন, বিএনপি দাবি করতো তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল। কিন্তু যুদ্ধাপরাধী জামায়াতকে ধানের শীষ প্রতীক দিয়ে প্রমাণ করেছে তারা পাকিস্তানের পক্ষে। পাকিস্তান ও আইএসআই’র প্রেসক্রিপশনে দলছুট কিছু লোককে একত্রিত করে ওই চক্র দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের এই দুরভিসন্ধির কথা আমাদের ভুললে চলবে না।

মঙ্গলবার বিকালে যশোর সদর রামনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনি কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এমপি কাজী নাবিল আরও বলেন, ২০২১ সালে শেখ হাসিনার সরকারের নেতৃত্বেই আমরা স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব করতে চাই। আমরা চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন করতে। আর এসব করতে আমাদের অবশ্যই ছোটখাটো সব বিভেদ, তুচ্ছ মনকষাকষি, রেষারেষি ভুলে যেতে হবে।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর আমাদের মহাপরীক্ষার দিন। এখন আমাদের একটাই মাত্র কাজ, ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীদের সমন্বয় করে নৌকা মার্কার জন্যে ভোট প্রার্থনা। যদি আবারও ক্ষমতায় আসতে পারি, তাহলে সব অনুযোগ-অভিযোগ, দাবি-দাওয়া মন খুলে শুনতে পারবো; সমাধানও করা যাবে। কিন্তু যদি আমরা সরকার গঠন না করতে পারি, তাহলে এসব ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান তখন আমাদের কষ্টের আর বড় কারণ হয়ে দাঁড়াবে।

বিগত ১০ বছরের উন্নয়ন প্রসঙ্গ তুলে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই উন্নয়ন। তার সফল নেতৃত্বের কারণে আজ আমরা উন্নয়নের মহাসড়কে। বিশ্ব নেতৃবৃন্দ আজ শেখ হাসিনার উন্নয়ন জাদুতে বিস্মিত।

সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ আরও বলেন, সারা দেশে যে উন্নয়ন অগ্রযাত্রা, তা থেকে যশোরও পিছিয়ে নেই। জননেত্রী শেখ হাসিনা যশোরকে প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করেছেন। এই সময়ে যশোরে একটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিক্যাল কলেজ, ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, বহুতল আদালত ভবন, জনগণের প্রাণের দাবি ভৈরব নদ খননসহ স্কুল কলেজ সংস্কার ও ভবন নির্মাণের কাজ সম্পন্ন করা হচ্ছে।

তিনি বলেন, পদ্মাসেতু নির্মাণ সম্পন্ন হলে ঢাকা ও চট্টগ্রামের পর যশোর থেকে খুলনা তৃতীয় অর্থনৈতিক জোন হিসেবে গড়ে উঠবে। ইতোমধ্যে যশোর সদর ও শার্শা উপজেলায় দুটি অর্থনৈতিক জোন করা হয়েছে।

যশোরে রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনে নৌকা মার্কার প্রার্থী কাজী নাবিল আহমেদ এ সময় তিনি সব বিভেদ ভুলে নৌকাকে জয়যুক্ত করতে আওয়ামী লীগের সব কর্মীকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করার আহ্বান জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে কর্মিসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সেক্রেটারি মেহেদি হাসান মিন্টু, ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার, সুখেন মজুমদার, শেখ আলাউদ্দিন মুকুল, শেখ ইমামুল কবীর প্রমুখ।

সভার শুরুতে ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কমিটির নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের পক্ষে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

এর আগে দুপুরে আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তৃতায় কাজী নাবিল আহমেদ নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে গণজোয়ার তৈরি করার আহ্বান জানান।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক ঝন্টু সভায় সভাপতিত্ব করেন।

 

 

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’