X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে: জিএম কাদের

লালমনিরহাট প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২০:১৩

জি এম কাদের

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে। মহাজোটের শরিক দল হিসেবে জাতীয় পার্টি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাও তা-ই চান। বাংলাদেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। একাদশ সংসদ নির্বাচনে আমরা দেশের মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে প্রচারণা চালাচ্ছি।’

বুধবার দুপুরে (১২ ডিসেম্বর) লালমনিরহাট জেলার সাপটানা রোডের বাসভবনে নির্বাচনি কার্যালয়ে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘আমাকে কেউ সন্ত্রাসের মদতদাতা ও গডফাদার বলতে পারবে না। আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি না। নির্বাচনে কালো টাকার ব্যবহারও পছন্দ করি না। এসবে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ বিশ্বাস করে না।’

তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। আমার বিরুদ্ধে কোনও সমালোচনা নেই। মহাজোট সরকারের আমলে লালমনিরহাটে কোনও রাজনৈতিক খুন হয়নি। গুমও হয়নি। অথচ বিগত ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কমলাবাড়ী ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান সুরুজ এবং জেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও মেধাবী ছাত্র সোহেল রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। অসংখ্য নেতাকর্মীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই সময় লালমনিরহাট উত্তপ্ত ছিল।

‘আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে লালমনিরহাটে সন্ত্রাস হয়েছে কেউ বলতে পারবে না। তাই মানুষ উন্নয়ন ও শান্তিতে বসবাস করতে আবারও মহাজোটকে বিজয়ী করবে। এক্ষেত্রে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে কাজ করছে।’

মহাজোট আবার নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু ও লালমনিরহাট বিমানবন্দরকে সচল করা হবে বলে তিনি জানান।

লালমনিরহাট-৩ আসনে (সদর উপজেলা) মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির এই নেতা। এই আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোকছেদুল ইসলাম (হাতপাখা) ও বাসদের আজমুল হক পাটোয়ারী পুতুল (মই)।

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম, জাসদের সভাপতি খোরশেদ আলম। এছাড়াও জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ