X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পোস্টার টানানোয় কালাইয়ে বিএনপি নেতাকে মারপিটের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ২০:৩৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২০:৪৭






জয়পুরহাট জয়পুরহাটের কালাই উপজেলায় আব্দুল হান্নান নামে বিএনপির এক নেতাকে মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে গ্রামের বাড়ি পুনটের তিশরাপাড়ায় যাওয়ার পথে গ্রামের মোড়ে মোটরসাইকেল থেকে নামিয়ে তাকে মারপিট করা হয়েছে। গ্রামে ধানের শীষের পোস্টার টানানোর অভিযোগে তার ওপর এই হামলা করা হয় বলে দাবি করেছেন হান্নান। রাতেই তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আব্দুল হান্নান বলেন, 'নির্বাচনি কাজ সেরে কালাই থেকে বাড়ি ফিরছিলাম। পথে ১৫-২০ জন যুবক গ্রামের মোড়ে আমার পথরোধ করে মোটরসাইকেল থেকে নামিয়ে মারপিট করে। কয়েকজন কিলঘুষিও মারে। তাদের নির্যাতনে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে খবর পেয়ে কালাই থেকে দলীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করে। আমার দুই পা ফুলে গেছে। ডান হাতের হাড় ভেঙে গেছে।' এসময় তার ব্যবহৃত একটি দামি মোবাইল সেট ও পাঁচ হাজার টাকা এবং মোটরসাইকেলের কাগজপত্র কেড়ে নেওয়া হয়েছে বলে হান্নান অভিযোগ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত হান্নানের কয়েকজন স্বজন জানান, ধানের শীষের পোস্টার টানানোকে কেন্দ্র করে প্রায় ১৫ থেকে ২০ জন যুবক হান্নানকে মোটরসাইকেল থেকে টেনে নামিয়ে প্রথমে কিলঘুষি এবং পরে ক্ষেতে বেড়া দেওয়া বাঁশের খুঁটি ও বেল্ট দিয়ে মারপিট করে। তারা হান্নানকে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করে।
তবে অভিযোগ অস্বীকার করে পুনট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাফি বলেন, পারিবারিক কোন্দলের জের ধরে হান্নানের ওপর হামলার ঘটনাটি ঘটতে পারে। এর সঙ্গে রাজনীতি অথবা ভোটের কোনও সম্পর্ক নেই।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের হাড় বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর ইমাম সাংবাদিকদের জানান, হান্নানের ডান হাতের একটি হাড় ভেঙে গেছে। প্রচণ্ড আঘাতের কারণে তার দুই পা ফুলে গেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান বলেন, 'পোস্টর টানানোকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা