X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জামালপুরে বিএনপির প্রচারকেন্দ্র বন্ধ ও পোস্টার ছেঁড়ার অভিযোগ

জামালপুর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ২০:৪৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২০:৫৪

জামালপুর জামালপুর সদর-৫ আসনে ঐক্যজোটের প্রার্থী বিএনপির অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের কর্মী ও সমর্থকদের হুমকি, নির্বাচনি প্রচারকেন্দ্র বন্ধ, পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে দুটি লিখিত অভিযোগ করেছেন ওয়ারেছ আলী মামুন।

রিটার্নিং অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বাজারে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নির্বাচনি প্রচার কেন্দ্রের শাটারে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের নৌকা প্রতীকের পোস্টার লাগিয়ে বিএনপির কর্মীদের হুমকি দিয়ে প্রচার কেন্দ্রটি বন্ধ করে দেয় আওয়ামী লীগের কর্মীরা। এছাড়া নৌকা প্রতীকের প্রার্থী মোজাফফর হোসেনের ভাতিজা সাইফুল ইসলাম ও দিগপাইত ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়নাল কেরানীর নেতৃত্বে ১৫/২০জন ছাত্রলীগ ও যুবলীগকর্মী মোটরসাইকেলে করে দিগপাইত ইউনিয়নের বিভিন্ন স্থানে টানানো ধানের শীষ প্রতিকের পোস্টার ছিঁড়ে ফেলেন।

অপর একটি অভিযোগে উল্লেখ করা হয়, গত দুই দিনে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কেন্দুয়া কালিবাড়ী বাজার, নারিকেলী মোড়, বিনন্দের পাড়া মোড়, টিউবয়েল পাড় মোড় ও কালীবাড়ি রেল ঘুন্টিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে টানানো পোস্টার ছিঁড়ে পুড়িয়ে ফেলে। নির্বাচনি সুষ্ঠু পরিবেশ বাজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা রিটার্নিং অফিসার আহমেদ কবীরের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী।

এই নিয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের নির্দেশে তার কর্মী-সমর্থকরা মাটর শোভাযাত্রা নিয়ে বিএনপির কর্মী সমর্থকদের হুমকি, প্রচার কেন্দ্র বন্ধ ও পোস্টার ছিঁড়ে ফেলেন, যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন। আমার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে বিনষ্টের অপচেষ্টা করা হচ্ছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ নিয়ে ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন বলেন, ‘আমার কোনও কর্মী এমন কর্মকাণ্ড করে নাই। বিএনপির প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’

এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার আহমেদ কবীর জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর যথাযগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?