X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নৌকার বিজয় নিশ্চিত করতে নিরলস কাজ করতে হবে: পীযুষ কান্তি

যশোর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ২২:৪৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২৩:২২

যশোরে যুব মহিলা লগের কর্মী সমাবেশের বর্ধিত সভায় উপস্থিত দলীয় নেতৃবৃন্দ

জেলা যুব মহিলা লীগের আয়োজনে কর্মী সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট পীযুষকান্তি ভট্টাচার্য্য বলেছেন, সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের ১০ বছরের উন্নয়ন কর্মকাণ্ডের বাণী পৌঁছে দিতে হবে। নির্বাচনের আর মোটে দু’সপ্তাহ বাকি রয়েছে। নেত্রীর নির্দেশ মেনে যশোরে সকলেই নৌকার পক্ষে কাজ করছেন- এটা খুব আশার কথা। আমাদের প্রার্থীকে জিতিয়ে আনতে সামনের এই কয়টা দিন সকলকে নিরলসভাবে কাজ করতে হবে।
নৌকার প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বুধবার বিকেলে ক্রাইস্ট চার্চ টেকনিক্যাল স্কুল (সিসিটিএস) মিলনায়তনে যশোর জেলা যুব মহিলা লীগ এ কর্মী সভার অয়োজন করে।
সমাবেশে যশোর-৩ আসনে নৌকার প্রার্থী সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রশাসন, প্রতিরক্ষা, মাতৃমৃত্যু হার হ্রাস, নারীর ক্ষমতায়নসহ সকল ক্ষেত্রে সরকার উন্নয়নের মাইলফলক ছুঁয়েছে। যা ইতোপূর্বে আর কোনও সরকার দেখাতে পারেনি। বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত হয়েছে।

যশোরের কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত নেতা-কর্মীদের একাংশ


তিনি বলেন, সারাদেশের মতো উন্নয়নের ব্যাপক ছোঁয়া যশোরকেও স্পর্শ করেছে। ২০০৯ সালে জননেত্রী শেখ হাসিনা যশোরকে ডিজিটাল জেলা জেলা হিসেবে ঘোষণা দেন। উন্নয়নের ধারাবাহিকতায় যশোরে করা হয়েছে দেশের বৃহৎ শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, ৫০০ শয্যার যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- বর্তমানে এর আয়তন বাড়ানো হচ্ছে, বিশাল আদালত ভবন, যশোরবাসীর প্রাণের দাবি ভৈরব নদ সংস্কার, ৬ শতাধিক স্কুল ও কলেজের ভবন নির্মাণ ও সংস্কার, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন, নতুন পাকা রাস্তা, ৯৮ ভাগ বিদ্যুতায়ন। গত ৫ বছরে প্রায়  দেড় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ এ জেলায় সম্পন্ন হয়েছে।


সমাবেশের শুরুতে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের হাতে ফুলের তৈরি নৌকা তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী।  
কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌরমেয়র ও  জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন যুব মহিলা লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শারমীন সুলতানা শর্মী। উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সেতারা খাতুন, কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, সুখেন মজুমদার, পৌর কাউন্সিলর নাসিমা আক্তার জলি, রিনি খান, ওয়াহিদুজ্জামান বাবলু, শেখ সাদিয়া মৌরিন, লুৎফুল কবির বিজুসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

যশোর সদরের কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখছেন যশোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ
এরপর এমপি কাজী নাবিল আহমেদ কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিতসভায় যোগদান করেন। এ সময় তিনি নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করার আহ্বান জানান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুর রহমান শহিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা