X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গলায় ফাঁস লেগে নাটোরে শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ০২:২১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:২৪
image

গলায় ফাঁস লেগে নাটোরে শিশুর মৃত্যু নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী, খেলাচ্ছলে গলায় ফাঁস লেগে যাওয়ায় শিশুটির এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত শিশুটির নাম প্রকৃতি রোজারিও। সে সেন্ট মেরিস প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
বড়াইগ্রাম উপজেলার জোনোইল গ্রামের বাসিন্দা প্রকৃতির বাবা সাধন রোজারিও জানিয়েছেন, প্রকৃতির জন্মদিন ছিলো মঙ্গলবার। আনন্দ করার অংশ হিসেবে বুধবার ১১টা থেকে প্রকৃতি বারান্দার ছোট কক্ষে সমবয়সী ৭/৮ জন বন্ধুদের সাথে খেলছিল ও টেলিভিশনে সিনেমা দেখছিল।
কিন্তু দুপুর হওয়ায় প্রকৃতির বন্ধুরা সবাই একে একে নিজ বাড়িতে চলে যায়। এক পর্যায়ে প্রকৃতির মা, সেবিকা রোজারিও, রান্নার কাজ শেষ করে প্রকৃতিকে গোসলের জন্য ডাকেন। এক পর্যায়ে তিনি দেখেন, জানালার গ্রিলের সাথে ওড়নার এক প্রান্ত বাধা এবং অন্য প্রান্তে প্রকৃতির নিথর দেহ। তার চিৎকারে এগিয়ে এসে প্রকৃতিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রকৃতির বাবা মনে করেন, সিনেমা দেখে ‘ফাঁসি ফাঁসি’ খেলতে গিয়ে ওড়নায় ফাঁস লেগে তার মৃত্যু হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশুটির মৃত্যুর ঘটনা মর্মান্তিক। পুলিশ পৌঁছার আগেই শিশুটির মৃতদেহ পরিবারের লোকজন নামিয়ে ফেলে। তবে লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত রহস্য পাওয়া যাবে।

/এএমএ/
সম্পর্কিত
লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল
মামলার হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’