X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সারিয়াকান্দিতে আওয়ামী লীগের প্রচারণা মাইকে দুর্বৃত্তদের আগুন

বগুড়া প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ০৪:৩৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০৫:১৫

বগুড়া বগুড়ার সারিয়াকান্দিতে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো মাইকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ভ্যান চালক আইনুলকে তারা চোখ বেঁধে ফেলে রেখে যায়। বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈয়ের পাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ঘটা এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান এমপি মহাজোটের প্রার্থী। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধাপগ্রামের ভ্যান চালক আইনুল কৈয়ের পাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর ভোট চেয়ে রেকর্ড করা কথা কথা মাইকে বাজাচ্ছিলেন। এ সময় ৫-৬ জন দুর্বৃত্ত এসে ভ্যান চালক আইনুলকে আটক করে চোখ বেঁধে ফেলে রাখে। এরপর মাইকে আগুন ধরিয়ে দেয়।
সারিয়াকান্দি থানার ওসি আল-আমিন বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ভ্যানসহ পোড়া মাইক উদ্ধার করা হয়েছে। মামলা দিলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল মান্নান এমপির প্রচার মাইকে অগ্নিসংযোগ ও ভ্যান চালককে চোখ বেঁধে ফেলে রাখায় স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছেন।
মিছিল শেষে পাবলিক লাইব্রেরির সামনে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ। বক্তারা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার দাবি করেছেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়