X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাংগঠনিক সম্পাদকসহ পাটগ্রাম বিএনপির ৫ শতাধিক সমর্থক আওয়ামী লীগে

লালমনিরহাট প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ০৬:২৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৫১

সাংগঠনিক সম্পাদকসহ পাটগ্রাম বিএনপির ৫ শতাধিক সমর্থক আওয়ামী লীগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ পাটগ্রামের ৫ শতাধিক কর্মী-সমর্থক বুধবার (১২ ডিসেম্বর) আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাদের ভাষ্য, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগে যোগদানের সময় তাদেরকে স্বাগত জানিয়েছেন, সাবেক মন্ত্রী ও একাদশ সংসদ  নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোতাহের হোসেন। তিনি বলেছেন, বিএনপিতে থাকা মুক্তিযুদ্ধের সমর্থকদের পরীক্ষা করে আওয়ামী লীগে নিয়ে নেওয়া হবে।  আওয়ামী লীগে যোগদান করেই নৌকা মার্কায় ভোট চেয়েছেন দলবদল করা বিএনপি নেতা।
বুধবার(১২ ডিসেম্বর) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় আওয়ামী লীগ এক নির্বাচনি সভার আয়োজন করেছিল। সেখানে পাটগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জোংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মাহমুদুন্নবী শাহীনসহ বিএনপির পাঁচ শতাধিক দলীয় কর্মী-সমর্থক জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
এসময় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি লেফটেন্যান্ট (অবঃ) মোতাহার হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জোংড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোস্তফা হাসানসহ অন্যান্যরা।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোতাহার হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে থাকা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নেতারা আওয়ামী লীগে যোগদানের জন্য যোগাযোগ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সবুজ সংকেত পেলে পরীক্ষা-নিরীক্ষা পরীক্ষা-নীরিক্ষাপূর্বক বিএনপির মুক্তিযুদ্ধ লালনকারী নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান করানো হবে, যাতে লালমনিরহাট জেলাকে আওয়ামী লীগের দুর্গে পরিণত করা যায়।’

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা