X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জামালগঞ্জে ভোটকেন্দ্রগুলো সংস্কারের কাজ চলছে

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:০২

 

জামালগঞ্জের একটি ভোটকেন্দ্র যাতায়াতের রাস্তার বেহালদশা, নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, এমনকি স্যানিটেশন ব্যবস্থাও নেই অনেক স্থানে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওর এলাকার ৪০টি ভোটকেন্দ্রের সবগুলোতেই এমন কিছু-না-কিছু নেই অবস্থা। তাই ভোটকেন্দ্রগুলোর কোনোটির ভোটকক্ষ, কোনোটিতে যাতায়াতের রাস্তা, কোনোটিতে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা সংস্কারের কাজ শুরু করা হয়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নির্দেশনায় জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আল ইমরান এই সংস্কার কাজ পরিচালনা করছেন।

এই উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক, উপজেলা প্রকৌশলী ও পাবলিক হেলথ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। মতবিনিময় সভায় প্রতিষ্ঠান প্রধানরা সমস্যাগুলো তুলে ধরেন। সে অনুযায়ী কেন্দ্রগুলোর সমস্যার সমাধান করা হচ্ছে বলে জানিয়েছেন ইউএনও শামীম আল ইমরান।

জামালগঞ্জের একটি ভোটকেন্দ্রে যাওয়ার রাস্তা এ ব্যাপারে বেহেলী ইউনিয়নের আছানপুর গ্রামের সুনু মিয়া বলেন, ‘আমরার ভোট কেন্দ্রের সড়কে ভাঙা আর ভাঙা। ভোটের দিন কেন্দ্রে যাইতে অসু্বিধা হইবো। অখন দেখছি সড়কের ভাঙা ঠিক করণের কাজ শুরু হইছে। এতে প্রবীণ ও মহিলা ভোটাররা সহজেই কেন্দ্রে যেতে পারবেন। এটি ভালো উদ্যোগ।’

যতীন্দ্রপুর গ্রামের মোহন দাস বলেন, ‘যতীন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের টিউবওয়েল নষ্ট। এটি মেরামত করা দরকার। এছাড়া সিঁড়ির নিচে মাটি ভরাট করা জরুরি।’

আটগাঁও গ্রামের মঈনুদ্দিন বলেন, ‘ইউএনও সাব একটা ভালা কাজ করছইন। কেন্দ্রগুলোর যাতায়াতের সড়ক সংস্কার ও নলকূপ মেরামত করলে ভোটকেন্দ্রে ভোটাররা কিছুটা হলেও সুবিধা পাবেন।’

এই এলাকার ভোটকেন্দ্রগুলো হলো- কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেহেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্ডীপুর শিবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, যতিন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেরমস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুকদেবপুর সরকারি বিদ্যালয়, মল্লিকপুর পঞ্চগ্রাম মাদ্রাসা, কলকতখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভীমখালী উচ্চ বিদ্যালয়, নয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা, ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়, আলা উদ্দিন মেমোরিয়া উচ্চ বিদ্যায়ল, লক্ষ্মীপুর তাওক্কোলিয়া দাখিল মাদ্রাসা, বীণাজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনারবাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামিনীপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, লম্বাবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা, ধানুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়, গজারিয়া চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জামালগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে যাওয়ার রাস্তা এসব কেন্দ্রে প্রবেশের ও চলাচলের সড়ক সংস্কার, মাঠে মাটি ভরাট, দরজা জানালা মেরামত, টয়লেট ও নলকূপ মেরামত জরুরি বলে জানান সংশ্লিষ্টরা।

জানা যায়, জামালগঞ্জ উপজেলা পাকনার হাওর, হালিরহাওর, ধানকুনিয়ার হাওর, সোনামোড়ল হাওর, সুরমা ও ধনু নদীবেষ্টিত। অপ্রতুল সড়ক যোগাযোগ ও ভাঙা গ্রামীণ সড়ক অবকাঠামো পেরিয়ে দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোতে ভোট দিতে ভোটারদের অনেকটা কষ্ট হবে। সেই কষ্ট লাঘব করতে প্রশাসনের উদ্যোগে ভোটকেন্দ্রের সড়ক ও বিভিন্ন স্থাপনা সংস্কার ও মেরামত করা হচ্ছে।

জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জামালগঞ্জ একটি দুর্গম হাওরবেষ্টিত এলাকা। আগে ভোটাররা অনেক কষ্ট করে ভোটকেন্দ্রে যেতেন। সড়ক সংস্কারসহ অকেজো নলকূপ মেরামত হলে ভোটারদের অনেক সুবিধা হবে।’
এ প্রসঙ্গে ফেনারবাক ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায় বলেন, ‘ভোটার ও ভোটগ্রহণের সঙ্গে সংশ্লিষ্টদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়টি এলাকাবাসী একটি ব্যতিক্রমী উদ্যোগ বলেই মনে করেন।’

সহকারী রিটার্নিং অফিসার ও জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আল ইমরান বলেন, ‘ভোটার ও ভোটগ্রহণে সংশ্লিষ্টদের ভোটকেন্দ্রে যাওয়ার সুবিধা করে দেওয়ার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত জামালগঞ্জের সব কেন্দ্রের বিভিন্ন সমস্যা সমাধান করা হচ্ছে। ভোট গ্রহণের আগেই এগুলোর সংস্কার শেষ করা হবে।’

প্রসঙ্গত, সুনামগঞ্জ-১ নির্বাচনি এলাকার অধীনে জামালগঞ্জ উপজেলার ৪০টি ভোটকেন্দ্রে ১৭৮টি ভোট কক্ষ রয়েছে। এখানে ১ লাখ ১২ হাজার ৫৭২ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৪২৪ ও মহিলা ভোটার ৫৬ হাজার ১৪৮ জন।

/এনআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা