X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচিত হলে ফরিদগঞ্জে ব্যাপক উন্নয়ন করবো: শফিকুর রহমান

চাঁদপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৫২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৬:২১

চাঁদপুর প্রেসক্লাবে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শফিকুর রহমান একাদশ জাতীয় নির্বাচনে জয়ী হলে চাঁদপুর-৪ আসন (ফরিদগঞ্জ) এলাকায় ব্যাপক উন্নয়ন করবেন বলে জানিয়েছেন এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান। তিনি বলেন, ‘এবার আমি নির্বাচিত হলে শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে শামিল করবো ফরিদগঞ্জকে।’ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন শফিকুর রহমান।

শফিকুর রহমান দাবি করেন, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছিল। তিনি বলেন, ‘অনেকে ফরিদগঞ্জে বিএনপির ভোট বেশি বলে দাবি করেন। আসলে বিষয়টি সঠিক না। আমি বলবো, ফরিদগঞ্জে আওয়ামী লীগের ভোট বেশি। কারণ, বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেশি জয়লাভ করেছেন। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে আমি ফরিদঞ্জবাসীর ভোটে জয়ী হলেও ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে পরাজিত দেখানো হয়।’

বিরোধী প্রার্থীর উদ্দেশে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘গত ১০ বছরে ডাকাতিয়া নদী দিয়ে অনেক ময়লা-আবর্জনা ভেসে গেছে। এবারের পরিবেশ ভিন্ন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন হয়েছে। দেশের মানুষ শান্তিতে আছে। এসব কারণে মানুষ এবারও আওয়ামী লীগকে ভোট দেবে। জনপ্রতিনিধি না হলেও বিগত দিনেও ফরিদগঞ্জের উন্নয়নে আমি ভূমিকা রেখেছি, আর এবার আমি নির্বাচিত হলে শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে শামিল করবো ফরিদগঞ্জকে।’
জাতীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, ‘আন্তর্জাতিক বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এখনও অনেক বেশি। আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে। ফরিদগঞ্জবাসীও সেই বিজয়ের অংশীদার হবে।’ এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, ডা. হারুনুর রশিদ সাগর, খাজা আহমেদসহ ফরিদগঞ্জের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও চাঁদপুরে কর্মরত সাংবাদিকরা।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা