X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কমলগঞ্জে জনগণের মুখোমুখি তিন প্রার্থী

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:২৩

জনগণের মুখোমুখি মৌলভীবাজার-৪ আসনের তিন প্রার্থী (ছবি– প্রতিনিধি)

উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মৌলভীবাজার-৪ আসনের (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মো. আব্দুস শহীদ। আর বিএনপির মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী ধলাই নদীর বন্যা সমস্যার সমাধান, চা শ্রমিকদের উন্নয়নের ওয়াদা করেছেন। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছালাউদ্দিন বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ইচ্ছার কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শহীদ মিনার প্রাঙ্গণে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব প্রতিশ্রুতি দেন ওই তিন প্রার্থী। তবে অনুষ্ঠানে এ আসনের অন্য প্রার্থী গণফোরামের অ্যাড. শান্তি পদ ঘোষ অংশ নেননি। অনুষ্ঠানটির আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সুজনের কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নীহারেন্দু ভট্টাচার্যের সভাপতিত্বে ও মৌলভীবাজার কমিটির সভাপতি জহুর লালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। এতে সুজনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির উপজেলা কমিটির সম্পাদক প্রভাষক রাবেয়া খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম মজুমদার বলেন, ‘এই দেশ জনগণের। তাই তাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে দেখে, শুনে ও বুঝে।’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মো. আব্দুস শহীদ বলেন, ‘এবার সব দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্যদিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের কোনও বিকল্প নেই। বেকারত্ব দূর, নারী উন্নয়নসহ এলাকার ব্যাপক উন্নয়নে আমি নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

বিএনপির মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘উন্নয়নে বিশ্বাসী বিএনপি। তাই এ দল থেকে আমি নির্বাচিত হলে কমলগঞ্জের মানুষের প্রধান দাবি ধলাই নদীর বন্যা সমস্যার সমাধান করবো। এ ছাড়া, চা-শ্রমিকদের উন্নয়নে কাজ করবো।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের ছালাউদ্দিন বলেন, ‘ইসলামী সমাজ প্রতিষ্ঠায় দেশ দুর্নীতিমুক্ত, সুস্থ, সুন্দর সমাজ গঠনে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি