X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নির্বাচন করতে এসে অসহায় হয়ে পড়েছি: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ১০:১৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৫:০০

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করতে এসে অসহায় হয়ে পড়েছেন বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এর আগে আওয়ামী লীগ বলেছে আমরা নাকি নির্বাচনে যাইনি। এবার তো নির্বাচনে এসেছি, কিন্তু নির্বাচনে দাঁড়াতে দিচ্ছে না। টিকতে দিচ্ছে না। আমরা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছি।’ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘পুরো জাতির সামনে এখন যে সংকট তা হলো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে আস্থার সংকট। একটি সুষ্ঠু নির্বাচনই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। সরকার অনেক কিছুই করছে বা করতে পারছে কিন্তু এটা অতিক্রম করতে পারছে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশনের জনবল না থাকায় তাদের সরকারের ওপর নির্ভর করতে হচ্ছে। আর সে কারণে তাদের নিরপেক্ষ থাকা কঠিন।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সচেতনভাবে উচিত ছিল নির্বাচন প্রক্রিয়াকে এমন একটা জায়গায় নেওয়া, যাতে করে জনগণের মধ্যে একটা আস্থা সৃষ্টি হয় নির্বাচিত সরকারের ওপর। আমরা যেটা বারবার বলে আসছি, দেয়ার শুড বি ডায়ালগ। ডায়ালগ হয়েছে কিন্তু কোনও কাজ হয়নি। আমরা সবাই তো কেয়ারটেকার গভর্নমেন্ট চেয়েছিলাম, শেখ হাসিনাও এজন্য আন্দোলন করেছিলেন।’

রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিতভাবে ব্যবহারের অভিযোগ তুলে বিএনপি নেতা বলেন, ‘যে ভৌতিক মামলাগুলো দেওয়া হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার আগে, সেগুলো অত্যন্ত পরিকল্পিত; যাতে বলা যায়, এগুলো ফৌজদারি মামলা, আমরা কী করব? এসব তামাশা জনগণের সঙ্গে করা যায় না। জনগণ বোঝে।’

ফখরুল বলেন, ‘আমার বিরুদ্ধে যখন ট্রাক পোড়ানোর মামলা হয়, তখন জনগণ কিন্তু বোঝে সেটা কেন হয়েছে। খালেদা জিয়া যখন অবরুদ্ধ অবস্থায় গুলশানে আছেন, ঠিক তখনই কুমিল্লায় মামলা হয়। জনগণ কিন্তু সবই বোঝে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আসলে এসব বিষয় হাস্যকর।’

নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন, ‘তারা বিব্রতবোধ করলে তো গোটা জাতি বিব্রত হবে। কারণ, নির্বাচন কমিশনই তো সব ক্ষমতার অধিকারী। কিছু করা না করার মালিক তো নির্বাচন কমিশন। বিব্রত কে হবে? বিব্রত গোটা জাতি হয়ে গেছে।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী