X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

থানচিতে তিন নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ বিএনপির

বান্দরবান প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ১৪:১৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৪:২১

বান্দরবান বান্দরবানের থানচির তিন্দু ও রেমাক্রী ইউনিয়নে বিএনপির তিন নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং দুই জন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার বিকালে তিন্দু  ও রেমাক্রী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিএনপির এই নেতারা হলেন, তিন্দু ইউনিয়নে গুলিবিদ্ধ বিএনপি নেতা প্রেমথাং খুমী এবং রেমাক্রী ইউনিয়নে ধারালো অস্ত্রের আঘাতে জখম বিএনপি কর্মী উক্য অং মারমা ও অংচিং মারমা। রেমাক্রী ইউনিয়নে বিএনপি প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার সময় বাধা দেওয়ায় স্থানীয় প্রেমাথাং খুমিকে গুলি করে দুর্বৃত্তরা। তিনি থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বিএনপির সহসভাপতি ও হেডম্যান।

বিএনপি নেতাদের অভিযোগ, গত বুধবার বিকালে নির্বাচনি প্রচারণার সময়ে তিন্দু ইউনিয়নের প্রেমথাং খুমীর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকালে প্রেমথাং খুমীকে খামার বাড়িতে গুলি করে হত্যার চেষ্টা করে তারা। এদিকে রেমাক্রী ইউনিয়নে বিএনপি প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার সময় বিএনপি কর্মীরা আওয়ামী লীগ কর্মীদের বাধা দিতে গেলে দুর্বৃত্তরা বিএনপিকর্মী  উক্য অং মারমা ও  অংচিং মারমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। বর্তমানে তাদের সবাইকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ বিএনপি নেতা প্রেমথাং খুমীর শরীর থেকে গুলি বের করা হয়েছে। রেমাক্রী ইউনিয়নের ঘটনায় আওয়ামী লীগ কর্মী আচুমং মারমার নামে থানচি থানায় মামলা করা হয়েছে। তবে তিন্দুর গুলির ঘটনায় এখনও মামলা হয়নি।

এ বিষয়ে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মুজিবুর রশিদ বলেন, ‘পোস্টার ছিঁড়ে ফেলার সময় বাধা দেয়ায় আওয়ামী লীগ কর্মীরা বিএনপি কর্মী উক্য অং মারমা ও অংচিং মারমাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে। এছাড়া প্রচারণার সময় বাকবিতণ্ডা হওয়ায় প্রেমাথাং খুমিকে গুলি করেছে আওয়ামী লীগের কর্মীরা।’

জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম জাহাঙ্গীর বিষয়টি অস্বীকার করে বলেন, ‘বান্দরবানে অতীতে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কখনও মারামারি হওয়ার ঘটনা নেই। এবারে যে ঘটনা তাও আওয়ামী লীগের কোনও কর্মী ঘটায়নি। বিএনপির নিজেদের মধ্যে মারামারি আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি চাই ঘটনার তদন্ত করে এর সত্যতা উদঘাটন করা হোক।’

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সাত্তার বলেন, ‘ঘটনার খবর শুনেছি। তবে এখনও পর্যন্ত আমাদের এখানে কেউ এ বিষয়ে মামলা করতে আসেনি। যদি আসে তবে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল