X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘যারা গত ১০ বছর মানুষের সঙ্গে সম্পর্ক রাখেনি তাদের কী কারণে ভোট দেবেন?’

কুমিল্লা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ১৩:০৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৫:২৮

রেলমন্ত্রী মুজিবুল হক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. মুজিবুল হক বলেছেন, ‘যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, যারা জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করেছে, যারা মানুষের বিপদে এগিয়ে আসেনি, যারা গত ১০ বছর মানুষের সঙ্গে কোনও প্রকার সম্পর্ক রাখেনি তাদের কী কারণে ভোট দেবেন? যারা চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত হয়ে চৌদ্দগ্রামের মানুষের সঙ্গে বেঈমানী করেছে তাদের চৌদ্দগ্রামবাসী প্রত্যাখ্যান করেছে।’ রেলমন্ত্রী বৃহস্পতিবার দিনব্যাপী চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথ সভাও গণসংযোগকালে এ কথা বলেন। এ সময় তার স্ত্রী হনুফা আক্তার রিক্তাও নৌকার জন্য ভোট চান।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক বলেন, ‘জামায়াত নির্বাচন কমিশন থেকে একটি সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়ে একটি নিষিদ্ধ দল হয়েছে। তাদের কোনও সঠিক চরিত্র নেই, নীতি নেই। এরা নিজেদের স্বার্থে যে কোনও সময় চরিত্র পরিবর্তন করে ফেলে। অতীতে তাদের মার্কা তথা প্রতীক ছিল দাঁড়িপাল্লা। এ বছর এরা তা পরিবর্তন করে ধানের শীষ নিয়ে মাঠে নেমেছে। এদের চরিত্র এমনই। এরা ভোট নিয়েও এমন করে রূপ পাল্টাবে তাই তাদের বিষয়ে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। তাদের ভোট দিয়ে চৌদ্দগ্রামকে উন্নয়ন থেকে বঞ্চিত করবেন নাকি তাদের বিতাড়িত করে চৌদ্দগ্রামকে একটি উন্নত চৌদ্দগ্রামে পরিণত করবেন। তাই আগামী ৩০ তারিখ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চাওয়ার জন্য আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এবং আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচিত হলে চৌদ্দগ্রামের প্রতিটি গ্রাম হবে শহর।’

পথভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রেলপথমন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সোবহান ভূঁঞা হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য ফারুক আহাম্মেদ মিয়াজী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা বর্তমান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, রাশেদা আখতার, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, গোলাম ফারুক হেলাল, শাহজালাল মজুমদার, সৈয়দ আহাম্মদ খোকন, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, আওয়ামী লীগ নেতা আবু নসর, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক কামরুল হাসান মুরাদ প্রমুখ। মন্ত্রী গুনবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বুধড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, খাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গুনবতী হাইস্কুল কেন্দ্র, দশবাহা মাদ্রাসা কেন্দ্র, পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও সুরিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পথসভা ও গণসংযোগ করেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়