X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভরাডুবির আশঙ্কায় বেসামাল আ. লীগ: ড. মোশাররফ

কুমিল্লা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ১৯:১২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২০:০২

জনসভায় বক্তব্য রাখছেন ড. মোশাররফ কুমিল্লা-১ ও ২ আসনে বিএনপির প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সারাদেশে এখন ধানের শীষের জয়জয়কার। নির্বাচনে আওয়ামী লীগ নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় বেসামাল হয়ে পড়েছে। তারা জোর করে জয়ী হতে নানা কূটকৌশল গ্রহণে ব্যস্ত। তবে প্রবল গণজোয়ার মোকাবিলা করতে তাদের কোনও অপকৌশলই কাজে আসবে না। ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের বিদায় জানাতে দেশের জনগণ চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে।’

শুক্রবার কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর হাইস্কুল মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে গত ১০ বছরে দেশকে পিছিয়ে দিয়েছে। জনগণের ভোটে তারা ক্ষমতায় আসেনি। তাই তাদের কোনও দয়া-মায়া নেই। দেশে জনগণের জানমালের নিরাপত্তা নেই। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা সরকারি নির্দেশ মানছে না। সর্বত্র এক হযবরল অবস্থা বিরাজ করছে। সরকারের অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডে দেশের মানুষ জিম্মি হয়ে পড়েছে। তারা যা ইচ্ছে তা-ই করছে। সরকারের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, হত্যা, হামলা-মামলা ও জুলুম নিপীড়নের কারণে দেশ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘ভোট দেওয়ার পর গণনা পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।’

মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন বেপারির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুমিল্লা (উ.) জেলা বিএনপির সাধরণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ওসমান গণি এবং সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন মোল্লা প্রমুখ।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়