X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাদশা-মিনুর কোলাকুলি

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
১৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৩০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৭

ফজলে হোসেন বাদশা ও মিজানুর রহমান মিনুর কোলাকুলি আসন্ন একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দল মনোনীত প্রার্থী ফজলে হোসেন বাদশা তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুকে বুকে টেনে নিয়ে কোলাকুলি করেছেন। শুক্রবার (১৪ ডিসেম্বর) জুমার নামাজ শেষে নগরীর হযরত শাহমখদুম (র.) জামে মসজিদ প্রাঙ্গণে তারা কোলাকুলি করেন। এ সময় ধানের শীষের প্রার্থী মিনুর হাতে নিজের নৌকা প্রতীকের লিফলেট তুলে দেন বাদশা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহমখদুম (র.) জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। নামাজ শেষে মসজিদের সামনে স্থানীয়দের মাঝে নৌকার লিফলেট বিতরণ শুরু করেন ১৪ দলের নেতাকর্মীরা। তখন মিনু নামাজ পড়ে বের হলে তার হাতেও নৌকার লিফলেট তুলে দেন বাদশা। এ সময় তিনি তার সঙ্গে কোলাকুলি করেন।

এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত নগরীর ২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা করেন মিজানুর রহমান মিনু। তিনি নেতাকর্মীদের নিয়ে রাজপাড়া থানা বিএনপি কার্যালয় থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময়ে মিনু বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এই নির্বাচনে বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট অংশগ্রহণ করেছে। যত বাধাই আসুক কোনোভাবেই বিএনপি জোট নির্বাচন বর্জন করবে না। সেই সঙ্গে বিএনপি জোটের বিজয় কেউ রোধ করতে পারবে না। এখন তার সংসদীয় আসনসহ দেশব্যাপী বিএনপির জোয়ার বইছে।’

মিনুর হাতে নৌকা প্রতীকের লিফলেট তুলে দেন বাদশা বিকালে নগরীর ২ নম্বর ওয়ার্ডের কড়াইতলা মোড়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হোসেন বাদশা বলেন, ‘সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছি, তার সবই পূরণ করেছি। গত ১০ বছরে রাজশাহী মহানগরীতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করতে এবারও সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিন।’

বাদশা বলেন, ‘১০ বছর আগে ২ নম্বর ওয়ার্ড গ্রাম ছিল। এখন সেটা শহর হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এমন উন্নয়ন ধরে রাখতে চাইলে নৌকায় ভোট দিন। আজকে যারা উন্নয়নের প্রতিশ্রুতি দেখিয়ে অন্য প্রতীকে ভোট চাইতে আসছেন, তারা ১৯ বছর এ শহরের সংসদ সদস্য ছিলেন, মেয়র ছিলেন। তারা কি করেছেন এই এলাকার জন্য? কিছুই করেননি। আবার তাদের সংসদ সদস্য বানালে আকাশে পাখির মতো উড়ে যাবে। খুঁজে পাওয়া যাবে না। একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে। কিন্তু এটা হতে দেওয়া যাবে না। শহরে যে পরিবর্তনের ধারা সৃষ্টি হয়েছে, তা ধরে রাখতে হবে। এ জন্য নৌকার বিকল্প নেই।’

রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ড নিয়ে রাজশাহী-২ (সদর) আসন। এখানে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৮৫২ জন। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৯৪৫ জন ও পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৯০৭ জন।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি