X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আ. লীগ প্রার্থী মাঠ চষে বেড়ালেও প্রচারে নেই ঐক্যফ্রন্টের প্রার্থী

মোংলা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ১১:১১আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১১:২৩

প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী হাবিবুন নাহার বাগেরহাটা-৩ (মোংলা-রামপাল) আসনে আওয়ামী লীগ প্রার্থী চলছে বেগম হাবিবুন নাহার ব্যাপক প্রচার চালাচ্ছেন। তবে সেই অর্থে মাঠে নেই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা জামায়াত নেতা মাওলানা ওয়াদুদ। প্রচারে না থাকার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে মাঠে নামতে দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবারও আমাদের কয়েকজন কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে।’ এমন পরিস্থিতিতেও তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।

বাগেরহাট-৩ আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে বেশ পরিচিত। আসনে নৌকার প্রার্থী খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী বেগম হাবিবুন নাহার। আর ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীকে রয়েছেন বাগেরহাট জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুল ওয়াদুদ। এছাড়া  ইসলামী আন্দোলনের বাংলাদেশের প্রার্থী মাওলানা শাহজালাল সিরাজী হাত পাখা, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে রয়েছেন রেজাউল করিম এবং জাতীয় পার্টি (এরশাদ) থেকে লাঙ্গল প্রতীকে রয়েছেন সেকান্দার আলী মনি।

প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী হাবিবুন নাহার এ আসনে মূলত লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে। আওয়ামী লীগ প্রার্থীর প্রচার শুরু করলেও মাঠে নেই ঐক্যফ্রন্টের প্রার্থী।  আওয়ামী লীগের প্রার্থী দিন-রাত রামপাল-মোংলার দুই উপজেলা চষে বেড়ালেও প্রতিপক্ষ প্রার্থীর গণসংযোগই এখন পর্যন্ত চোখে পড়েনি।

সরেজমিনে মোংলা-রামপাল উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, নৌকার প্রার্থীর পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে রাস্তা-ঘাট। শহরজুড়ে চলছে মাইকিং। আর ঐক্যফ্রন্ট প্রার্থী মাইকিং তো দূরের কথা তার কোনও ব্যানার ফেস্টুনও নেই এলাকায়। তবে শহর তলীর কিছু স্থানে ধানের শীষের প্রার্থীর পোস্টার দেখা গেছে। তাতেও আবার বিতর্ক জন্ম দিয়েছে।

এদিকে কথা হয় রামপাল উপজেলার খাঁন আলী আজম নামে এক ব্যবসায়ী বলেন, ‘এই আসন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। সে হিসাবে বিএনপির প্রার্থী হলে ভোটে ভারসাম্য থাকতো। এখানে ৭০ হাজার সংখ্যালঘু ভোটার রয়েছে তারা কখনোই জামায়াতকে ভোট দেয় না।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি