X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বরিশালে জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি প্রার্থীর জিডি

বরিশাল প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ১১:২৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২২:৫৭

এম জহিরউদ্দিন স্বপন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সাবেক এমপি এম জহিরউদ্দিন স্বপন জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছেন। শুক্রবার সন্ধ্যায় গৌরনদী মডেল থানায় এ ডায়েরির আবেদন করেন তিনি।

আবেদনে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমি গত ১২ ডিসেম্বর থেকে নির্বাচনি প্রচারণার জন্য বাড়িতে আসি। এরপর আমার বাড়িতে আসা-যাওয়ার পথে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪০ নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়েছে। এছাড়া নির্বাচনি প্রচার প্রচারণায় অংশ নেওয়ার কারণে আমার অনুসারীদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। শুক্রবারও থানায় জিডি নিয়ে যাওয়ার পথে আমার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান চোকদারের ওপর হামলা চালানো হয়। এসব ঘটনায় হামলার শিকার আহতদের তালিকা দিয়ে গৌরনদী থানায় সাধারণ ডায়েরির জন্য আবেদন করেছি। এর আগেও আমি প্রাণনাশের আশঙ্কায় ইসিতে লিখিত অভিযোগ দিয়েছি।’

ওসি গোলাম ছরোয়ার বলেন, ‘তিনি (প্রার্থী স্বপন) চলাফেরায় ভয় পাচ্ছেন। হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন। এ কারণে জীবনের নিরাপত্তা চেয়ে প্রার্থী জহির উদ্দিন স্বপন সাধারণ ডায়েরির জন্য লিখিত আবেদন করেছেন। যা নথিভুক্তের অপেক্ষায় রয়েছে।’

স্বপনের ঘনিষ্ট সহচর গৌরনদী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু জানান, ‘শত প্রতিকূলতার মধ্যে গত বুধবার ধানের শীষের প্রার্থী প্রথমবারের মতো নির্বাচনি এলাকায় প্রচারণা শুরু করেন। ওইদিন কয়েক হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাটাজোর বন্দর থেকে পদযাত্রা এবং বিভিন্ন স্থানে পথসভা করে তিনি শরিকলে তার নিজ বাড়িতে পৌঁছেন। পরদিন বৃহস্পতিবার নলগোড়া, কুড়িরচর, মিয়ারচর এবং হোসনাবাদ এলাকায় গণসংযোগ এবং পথসভা করেন জহিরউদ্দিন স্বপন। ওই দুই দিন ধানের শীষের প্রচারণায় অংশ নেওয়ায় উপজেলার বিভিন্ন স্থানে ১০ নেতার বাড়ি হামলা-ভাঙচুর, কাউকে না পেয়ে তার শিশুপুত্রের মাথায় অস্ত্র ঠেকিয়ে এলাকা ছাড়ার হুমকি এবং মাহিলাড়া বাজারে বিএনপি সমর্থক ৮ ব্যবসায়ীর দোকান ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ-যুবলীগ। এছাড়া তাদের প্রার্থীর বাড়ির ১-২ কিলোমিটারের মধ্যে সবগুলো প্রবেশ রাস্তায় সশস্ত্র পাহারা বসিয়ে ক্ষমতাসীনরা জহিরউদ্দিন স্বপনের কাছে যাওয়া-আসা জেলাবারের আইনজীবীসহ গত ২৪ ঘণ্টায় ১০ জনকে মারধর করে।’

হামলার শিকার জেলা আইনজীবী সমিতির সদস্য আব্দুর রহমান চোকদার অভিযোগ করেন, ‘শুক্রবার বেলা ১২টার দিকে বিএনপি প্রার্থী জহিরউদ্দিন স্বপনের বাড়ি যাওয়ার পথে বাদামতলা এলাকায় একদল আওয়ামী লীগ কর্মী আমার পথরোধ করে ধানের শীষের প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ তুলে বেদম মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।’

জহিরউদ্দিন স্বপন বলেন, ‘নির্বিঘ্নে প্রচারণার সুযোগসহ আমার নিরাপত্তার বিষয়ে নির্বাচন কমিশন আশ্বাস দিলেও স্থানীয় প্রশাসন দৃশ্যত কোনও ব্যবস্থা নেয়নি। আমি আবারও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন তথা প্রশাসনের প্রতি আহ্বান জানাই।’

গৌরনদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম বলেন, ‘হামলার সঙ্গে যুব ও ছাত্রলীগের কোনও নেতাকর্মী জড়িত নন।’ গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া বলেন, ‘এখানকার বিএনপি কয়েকভাবে বিভক্ত। তাদের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে। তাদের দ্বন্দ্ব এখন ছাত্রলীগ-যুবলীগের ওপর চাপানো হচ্ছে। এখানে বিএনপি প্রার্থীকে কোনও বাধা দেওয়া হচ্ছে না।’

গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, ‘এতবড় এলাকা। বিচ্ছিন্ন দুই তিনটা ঘটনা ঘটেছে। কিন্তু ওনারা (বিএনপি) কাউকে চেনেন না। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবো।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা