X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মঠবাড়িয়ায় মহাজোটের বিদ্রোহী প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতাসহ ৬ জনকে বহিষ্কারের সুপারিশ

পিরোজপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ১১:৫৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:০২

পিরোজপুর পিরোজপুর-৩ (মঠবাড়িয়ায়) আসনে মহাজোটের বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুর রহমানসহ ছয় জনকে বহিষ্কারের সুপারিশ করেছে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ। আশরাফুর রহমান চলতি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। নির্বাচন করার জন্য এ পদ থেকে ইস্তফা দিয়েছেন।  আওয়ামী লীগ থেকে এ আসনে মনোনয়ন চেয়েছিলেন আশরাফুর রহমান।

এ আসনে মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির  সহসভাপতি পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রস্তুম আলী ফরাজীকে। তিনি লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ডা. রস্তুম আলী ফরাজী ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগ প্রার্থী ডা. আনোয়ার হোসেনকে পরাজিত করে বিজয়ী হন।

অন্য যাদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে তারা হলেন  মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. এমাদুল হক খান, সহসভাপতি আরিফ উল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মঠবাড়িয়া প্রেসক্লাবের  সভাপতি মো.জাহিদ উদ্দিন পলাশ ও  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন খান এবং আশরাফুর রহমানের আপন ভাই ও মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।

মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মঠবাড়িয়া পৌরসভার মেয়র মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর জানান, বৃহস্পতিবার দলের এক বর্ধিত সভায়  আশরাফুর রহমান সহ ছয় জনকে বহিষ্কারের সুপারিশের সিদ্ধান্ত জেলা কমিটি ও কেন্দ্রে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমান জানান, ‘আমাদের বিরুদ্ধে অগণতান্ত্রিকভাবে  এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’  মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মঠবাড়িয়া প্রেসক্লাবের  সভাপতি মো. জাহিদ উদ্দিন পলাশ জানান,  ‘ডা. রস্তুম আলী ফরাজীর লাঙলে মঠবাড়িয়ার  আওয়ামী লীগ ও সাধারণ মানুষের কোনও উপকার হবে না। এ কারণে তারা আশরাফুর রহমানকে নিয়ে মাঠে নেমেছেন।’

মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের (১৯৬৫ সালে থানা ছাত্রলীগ) প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও মুক্তিযুদ্ধকালীন সময়ে শরনখোলা থানার কমান্ডিং অফিসার  মজিবুল হক খান মজনু বলেন, ‘ডা. রস্তুম আলী  ফরাজী মঠবাড়িয়ার তিন বারের সংসদ সদস্য। এ সময়ে তার মুখ থেকে জয়বাংলা স্লোগান শোনা যায় নাই। ২০১৪ সালের নির্বাচনে  উপজেলা আওয়ামী লীগের একটি বড় অংশ নৌকাকে হারিয়ে ফরাজীকে বিজয়ী করেছে।  জয়বাংলা বলবে না এমন প্রার্থী দেওয়া হবে,  আমরা তাকে মেনে নেব, এটা হতে পারে না।’

মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আরিফ উল হক জানান, ‘ডা. রস্তুম আলী ফরাজী গেল জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একাংশের ওপর ভর করে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।  এরপর তিনি সবচেয়ে  বেশি জুলুম নির্যাতন চালিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিতে আমাদের যে দলীয় সদস্য ছিল তা তিনি সব বাদ দিয়েছেন। এছাড়া তিনি আমাদের দলীয় কর্মীদের নামে বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়েছেন। এ কারণে আমরা তাকে সমর্থন দিতে পারি না।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি