X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফাঁদে পা দেবো না: মওদুদ

নোয়াখালী প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৩২আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৩২

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মওদুদ আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসনের প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘সরকার যত অপকৌশলই করুক না কেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফাঁদে পা দেবো না।’ তিনি বলেন, ‘দেশে নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই। তবুও আমরা এখনও পর্যন্ত টিকে আছি। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বিশ্বাস করে, হাজারো প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমরা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিই।’ শনিবার (১৫ ডিসেম্বর) সকালে নোয়াখালী আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মওদুদ।

মুওদুদ অভিযোগ করেন, ‘প্রতীক বরাদ্ধ পাওয়ার পর থেকে আমাদের প্রতি অত্যাচার ও নির্যাতনের মাত্রা তীব্রতর করেছে সরকার। পুলিশ ও সিভিল প্রশাসন সরকারের নিয়ন্ত্রণে কাজ করছে। জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। গত তিন দিনে দুইশ নেতাকর্মীকে আহত করা হয়েছে। ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিএনপির প্রচারণা মাইক ভেঙে ফেলা হয়েছে। আমার নির্বাচনি এলাকায় ক্ষমতাসীন মন্ত্রী ও এমপিরা তাদের দলের নেতাকর্মী, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের নির্দেশ দিয়েছেন- যেখানেই মওদুদ, সেখানেই প্রতিহত কর।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘পাশের উপজেলা সোনাগাজী, দাগনভূইয়া থেকে মুখোশ পরা, হেলমেট মাথায় ভাড়াটিয়া গুণ্ডারা সারাদিন নির্বাচনি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এটিই বাংলদেশের প্রথম নির্বাচন- যেখানে বেআইনি অস্ত্র উদ্ধারে সরকার ও নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি। এটি নির্বাচনি উৎসব নয়, জাতীয় ট্র্যাজেডি।’ তিনি বলেন, ‘আমি আমার নির্বাচনি এলাকায় যেতে পারছি না।’

মওদুদ আরও বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জেলায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু মন্ত্রী নিজেই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছেন।’

এসময় বিএনপি ও ঐক্যফন্ট মনোনীত নোয়াখালী- ১ আসনের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ২ আসনের জয়নাল আবেদীন ফারুক, ৩ আসনের বরকত উল্যাহ বুলু, ৪ আসনের মো. শাহজাহান ও নোয়াখালী- ৬ আসনের প্রার্থী প্রকৌশলী ফজলুল আজিম উপস্থিত ছিলেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!