X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস করেছে বর্তমান সরকার: খন্দকার মোশাররফ

কুমিল্লা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:২১আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৯

বক্তব্য রাখছেন খন্দকার মোশাররফ হোসেন (ছবি– প্রতিনিধি)

বর্তমান সরকার গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট-বিএনপির এই প্রার্থী বলেন, ‘গত ১০ বছরে তারা দেশের গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস করেছে। ব্যাংক লুট, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ধান্ধাবাজিতে রেকর্ড গড়েছে।’

শনিবার (১৫ ডিসেম্বর) কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ক্লাব মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘মানবাধিকার আজ ভূলুণ্ঠিত। আইনের শাসন নেই। জান-মালের নিরাপত্তা নেই। মানুষ চরম হতাশায় দিন কাটাচ্ছে। যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের মধ্যযুগীয় জুলুম-নিপীড়নে মানুষের মধ্যে বোবা-কান্না বিরাজমান। মানুষ আওয়ামী লীগের নির্যাতনের স্টিমরোলার থেকে পরিত্রাণ চায়। এভাবে একটি দেশ চলতে পারে না।’

তিনি আরও বলেন, ‘জনগণ এখন বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে নির্ভরযোগ্য রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে বেছে নিয়েছে। জনগণ টেকসই গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ধানের শীষের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। কারণ, তাদের স্বপ্নপূরণে ধানের শীষের বিকল্প নেই। আপনারা ধানের শীষের সঙ্গে থাকুন, দেশের শান্তি, উন্নয়ন ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুন।’

তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তোমরাই পারো দেশকে দুঃশাসনমুক্ত করতে। তোমাদের স্বপ্নপুরণে আমরা অঙ্গীকারাবদ্ধ। অতীতেও আমাদের সরকার শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করতে এবং তরুণদের স্বপ্নপূরণে বিশেষ করে কর্মসংস্থানে  যুগান্তকারী ভূমিকা রেখেছে। আল্লাহ সহায় হলে আগামীতে আমরা অতীতের মতোই তরুণদের জন্য যথাযথ পদক্ষেপ নেবো।’

নিলখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং হোমনা উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লা প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫