X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীর ৬টি আসনে চলছে জোর প্রচারণা

রাজশাহী প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:০৭

ভোট চাইতে জনতার কাছাকাছি ফজলে হোসেন বাদশা সরকারের চলমান উন্নয়নের ফিরিস্তি, দলের ও প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে দোষারোপ, খালেদা জিয়ার মুক্তি দাবি, ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে রাজশাহীর ৬টি সংসদীয় আসনে চলছে জোর প্রচারণা।

নগরীর বিভিন্ন আসনে সরেজমিন দেখা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও কর্মী-সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। প্রত্যেক প্রার্থীই ভোট নিজের পক্ষে টানতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শনিবার (১৫ ডিসেম্বর) সকালে রাজশাহী মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের ভেড়িপাড়া মোড়ে গণসংযোগ করেন রাজশাহী-২ আসনের মহাজোট সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ১৪ দল মনোনীত ও মহাজোট সমর্থিত এ প্রার্থী বলেন, ‘নির্বাচনে তো আমাদের জন্যই লেভেল প্লেয়িং ফিল্ড নেই। জঙ্গি মদতদাতারা নির্বাচনে নেমে পড়ায় আমাদের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।’

রাজশাহী সদর আসনের টানা দুইবারের এই সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্টভাবেই বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ চান, নাকি উন্নয়ন চান। মানুষ উন্নয়নের সঙ্গে থাকবে। যারা বাংলা ভাইকে মদত দিয়ে এই অঞ্চল থেকে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল তাদের মানুষ নির্বাচিত করবে না। তাদের ভোট দিলে উন্নয়নের টাকায় জঙ্গিবাদ সৃষ্টি হবে।’

শনিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও প্রচারণা করেন রাজশাহী-২ আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি এ সময় বলেন, ‘সারা দেশে ধানের শীষের জোয়ার বইছে। আর রাজশাহী তো ধানের শীষের ঘাঁটি। এখানকার মানুষ সর্বদা উন্নয়নের পক্ষে ছিল এবং আগামীতেও থাকবে। বর্তমান সরকার বিনাভোটে ক্ষমতায় বসে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। দেশে এখন কোনও প্রকার আইনের শাসন নেই। নির্বাচনে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। বিএনপি কোনও সন্ত্রাসী দল নয়। তারা চায় দেশের উন্নয়ন ও শান্তি।’

ভোটারদের সঙ্গে মোলাকাত করছেন মিজানুর রহমান মিনু এদিকে শুক্রবার রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নে বিএনপির ৩টি নির্বাচনি অফিস ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও দলীয় কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এ ঘটনায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার দাবি করলেও কারও নাম জানাতে পারেননি তারা। ঘটনার পর দুর্গাপুর থানা পুলিশ ওই এলাকায় গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ প্রসঙ্গে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব জানান, শুক্রবার দিনব্যাপী দুর্গাপুরের জয়নগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করার কথা ছিল এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিম মোস্তফার। নাদিম মোস্তফার জয়নগর ইউনিয়নে গণসংযোগের খবরে মোটরসাইকেল নিয়ে একদল যুবক জয়নগর ইউনিয়নের কানপাড়ায় দুটি ও দাওকান্দি বাজারে একটি নির্বাচন পরিচালনা অফিস ভাঙচুর করে। এ সময় নাদিম মোস্তফার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। ভাঙচুর করা হয়েছে মোটরসাইকেল। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।

রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত ডা. মনসুর রহমানের বড় ছেলে  রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ডা. প্রত্যয় রহমান মণ্ডল বলেন, ‘এখানকার জনগণ দেশরত্ন শেখ হাসিনার সরকারের গত ১০ বছরে রাজশাহী অঞ্চলে উন্নয়ন চিত্র দেখেছে।  শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাটসহ প্রতিটি খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ডা. মুনসুর রহমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।’

রাজশাহী-৬ আসনে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চারঘাট উপজেলার ইউসুবপুর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। গণসংযোগকালে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগের কথা স্মরণ করিয়ে দিয়ে শাহরিয়ার আলম বলেন, ‘যারা আগুন দিয়ে নিরীহ মানুষকে হত্যা করে, তারা আর যাই হোক মানুষের মঙ্গল করতে পারে না। যারা আগুন দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান জ্বালিয়ে দিতে পারে তারা কখনও শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ঘটাতে পারে না। উন্নয়ন ঘটাতে পারেন একমাত্র শেখ হাসিনা। তাই আগামী ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা প্রতীকে ভোট বিপ্লব ঘটিয়ে বিএনপি-জামায়াতকে উচিত জবাব দিতে হবে।’

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ আসনে ২০ দলীয় জোট প্রার্থী শফিকুল হক মিলন বলেন, ‘যতই বাধা আসুক বিএনপি নির্বাচন ছেড়ে যাবে না।’ নির্বাচনি মাঠে থেকে বিজয়ী হয়ে ফিরবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, ‘সরকারদলীয় প্রার্থী নিজের অবস্থান বুঝতে পেরে তার দলীয় ক্যাডারদের দিয়ে ধানের শীষের পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলছেন। এছাড়াও ধানের শীষের সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগ এখন নির্বাচন থেকে পালানোর জন্য উসিলা খুঁজছে।’

গত বুধবার বিকালে রাজশাহী নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের হাউজিং কোয়ার্টার মাঠে রাজশাহী সদর আসনের মহাজোট প্রার্থী ফজলে হোসেন বাদশার নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন  রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনের স্ত্রী শাহীন আকতার রেনী। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। বহির্বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিগত দিনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থেকে দুর্নীতি আর লুটপাট করেছে। তাদের লুটপাটের কারণে দেশ অনেক পিছিয়ে ছিল। তারা যদি ফের রাষ্ট্রক্ষমতা দখল করে তাহলে সকল উন্নয়ন কার্যক্রম থমকে যাবে।’

রাজশাহী-২ আসনে তানোর উপজেলায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন প্রধান দুই জোটের দুই হেভিওয়েট প্রার্থী ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ও মহাজোট মনোনীত নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী (এমপি)। দুই প্রার্থীই বিভিন্ন এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের করা উন্নয়নচিত্র তুলে ধরে ভোট প্রার্থনা করেছেন।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ওমর ফারুক চৌধুরী বলেন, ‘নৌকায় ভোট দিন, উন্নয়ন বুঝে নিন।  উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে উন্নয়ন হবে। আর বিএনপি ক্ষমতায় গেলে ছড়াবে জঙ্গিবাদ। আমরা দেশে জঙ্গিবাদ চাই না, তালেবান রাষ্ট্র চাই না। আমরা উন্নয়নের রাষ্ট্র চাই। কাজেই সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরই।’

রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তাফা ১২ বছর পরে পা রাখলেন দুর্গাপুরের মাটিতে। তিনি পথসভায় যোগ দিতে দুর্গাপুরে আসেন। বুধবার বেলা ১টার দিকে দুর্গাপুর বাজারে তিনি পৌঁছান। এর আগে গত ২০০৬ সালের বাতিল হওয়া নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দিতে দুর্গাপুরে গিয়েছিলেন তৎকালীন এমপি নাদিম মোস্তফা। এরপর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে তিনি দেশ ছেড়ে চলে যান।

এদিকে বুধবার রাজশাহী-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল হক মিলনের পক্ষে অভিযোগ করা হয়েছে, ১১ ডিসেম্বর আনুমানিক রাত ২টায় পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের বড়গাছি বাজার, কালুপারা স্কুল মাঠ, দাদপুর স্কুল মাঠে এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর পোস্টার, ফেস্টুন ছিঁড়ে ফেলে নদীর ধারে পুড়িয়েছেন নৌকা প্রতীকের সমর্থকরা। একই দিনে রাজশাহী-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষ থেকে। অভিযোগে বলা হয়েছে, নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমানের চেম্বারের সামনে পোস্টার, ফেস্টুন, ব্যানার কেটে ফেলেছে নৌকা প্রতীকের সমর্থকরা। নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকার (আইএফসি) ব্যাংকের সামনে থেকে নৌকা প্রতীকের সমর্থকরা ধানের শীষের প্রার্থীর ব্যানার খুলে সেখানে নৌকা প্রতীকের ব্যানার লাগিয়েছে।

রাজশাহী-৫ আসনে (দুর্গাপুর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মনসুর রহমানের নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পোস্টারগুলো ছিঁড়ে মাটিতে ফেলে রাখে। পোস্টার ছিঁড়ে ফেলার এ ঘটনাটি ঘটেছে উপজেলার গৌরীহার গ্রামে। ঝালুকা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রাজা জানান, বুধবার সকালে মোবাইল ফোনে খবর পেয়ে গৌরীহার পূর্ব পাড়া রহিমের বাড়ির পাশে গিয়ে দেখা যায়, এ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মনসুর রহমানের পোস্টার ছিঁড়ে মাটিতে ফেলে রাখা হয়েছে।

এসব অভিযোগের ব্যাপারে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম আবদুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, অভিযোগের পর যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা