X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গত ১০ বছরে দেশের অর্থনীতি ৪ গুণ বড় হয়েছে: আতিউর রহমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৮

বক্তব্য রাখেন ড. আতিউর রহমান অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘স্বাধীনতার পর দেশের কেন্দ্রীয় ব্যাংকে একটি ডলারও রিজার্ভ ছিল না। আজ সেখানে ৩২ হাজার বিলিয়ন ডলার রিজার্ভ রয়েছে। গত ১০ বছরে দেশের অর্থনীতি চার গুণ বড় হয়েছে ।’ শনিবার (১৫ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ ভুইয়ারবাগ এলাকার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিউর রহমান বলেন, ‘স্বাধীনতার পর আমাদের মাথাপিছু আয় অনেক কম ছিল। আজ মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫১ ডলারে। প্রতিবছর রফতানি হতো ১০ বিলিয়ন ডলার, ২০২১ সাল নাগাদ এই রফতানি বেড়ে দাঁড়াবে ৩৭ বিলিয়ন ডলারে। ৭২ সালে প্রতি পরিবারে সন্তান হতো গড়ে ৬-৭ জন করে, এখন তা কমে দাঁড়িয়েছে দুই দশমিক এক জনে। আমাদের গড় আয়ু বেড়ে ৬৫ থেকে ৭৫ বছর হয়েছে। শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে এবং এখানে ভারতের চেয়েও বাংলাদেশের অবস্থান ভালো। আজ একজন রিকশাওয়ালাও দিনে দুই বার ব্যাংকিং করছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার কল্যাণে।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, ‘ ১৯৭০ সালে এদেশে নির্বাচন হয়েছিল, এবারও একই রকম নির্বাচন হতে যাচ্ছে। ২০২১ সালে আমরা স্বাধীনতার ৫০ বছর পূর্তি স্বাধীনভাবে পালন করতে চাই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে ট্রেনটি দ্রুতবেগে ছুটে যাচ্ছে, আমরা যেন অযথা সেই ট্রেন থেকে লাফ দিয়ে পড়ে পা না ভাঙি। যারা এখনও পিছিয়ে রয়েছেন তাদের সঙ্গে নিয়ে আমরা আরও দ্রুত সামনে এগিয়ে যাবো।’

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও দৈনিক সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুনের সভাপতিত্বে, বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন—মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস ও ড. রহমান জিলানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন— গাজী টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

আলোচনা অনুষ্ঠানের আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। এছাড়া আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!