X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বরগুনায় জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

বরগুনা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৭

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মিজানুর রহমানের ওপর হামলা অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে বাইনচটকি ফেরিঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে জাপার কমপক্ষে ১২ কর্মী আহত হয়েছেন। তার দাবি, আওয়ামী লীগ প্রার্থী শওকত হাচানুর রহমান রিমনের সমর্থকরা এ হামলা চালিয়েছে। তবে রিমান হামলার কথা অস্বীকার করেছেন।

জানা গেছে, শনিবার মিজানুর রহমানের সমর্থকরা পাথরঘাটায় প্রচার চালাতে যাচ্ছিল। দুপুরে বাইনচটকী এলাকায় পৌঁছুলে আওয়ামী লীগের সমর্থকরা তাদের গাড়ি বহরে ইট পাটকেল ছুড়তে থাকে। পুলিশের বাধা উপক্ষো করে তারা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা দ্রুত বরইতলা ফিরে আসেন।

এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘পরিকল্পিতভাবে শওকত হাচানুরের হাসপাতালে চিকিৎসাধীন আহতরা সর্মথকরা আমার লোকের ওপর হামলা করেছে। আমি এর তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে এর ন্যায্য বিচার দাবি করছি। নির্বাচনি পরিবেশ ভীতিকর করে তুললে কারও জন্য মঙ্গলজনক হবে না।’

এ বিষয়ে শওকত হাচানুর বলেন, ‘আমার কোনও সমর্থক কারও ওপর হামলা করেছে এটা বিশ্বাসযোগ্য নয়।  জাতীয় পার্টির সমর্থকরা মোটরসাইকেল মহড়া দিয়ে প্রচার চালাচ্ছিলযা নির্বাচনি আচরণববিধির সুষ্পষ্ট লঙ্ঘন। মহড়া দিতে গিয়ে হয়তো দুর্ঘটনার শিকার হতে পারে।যা তিনি আমার কর্মীদের ওপর চাপিয়ে দিতে চাইছেন। আমি অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমার নেতাকর্মীদের প্রচার চালানোর নির্দেশ দিয়েছি।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ উপস্থিত ছিল। উভয়পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তবে হামলার কোনও ঘটনা ঘটেনি। পুলিশের নিয়ন্ত্রণে উভয়পক্ষ পরবর্তীতে যে যার মতো স্থান ত্যাগ করেছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’