X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় হামলার প্রতিবাদে সিপিবি প্রার্থীর সংবাদ সম্মেলন

নেত্রকোনা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ০৯:১৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ০৯:১৬

নেত্রকোনা নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-খালিয়াজুরী-মদন) আসনে প্রচারণা চালাতে গিয়ে কমিউনিস্ট পার্টির প্রার্থী কমরেড জলি তালুকদার ও তার নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৬ ডিসেম্বর) নেত্রকোনা জেলা শহরের সাতপাই বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থী জলি তালুকদার এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি এলাকায় প্রচারণা চালাচ্ছি। তবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আমার পোস্টার ছিঁড়ে ফেলাসহ হুমকি-ধামকি দেওয়া ও নানা পন্থায় নির্বাচনি প্রচারে বিঘ্ন ঘটাচ্ছে। সর্বশেষ গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঘান ইউনিয়নের মানশ্রী পালপাড়ায় নির্বাচনি গণসংযোগকালে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। তারা আমার জামা-কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলে।

তিনি দাবি করেন, হামলায় জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতিম সরকার, অনন্ত সরকার ও শাহীন আলমসহ ৭ জন আহত হয়। গুরুতর আহত পার্থ প্রতিম সরকার, অনন্ত সরকার ও শাহীন আলমকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে মোহনগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, হামলার বিষয়টি তাৎক্ষণিক মোহনগঞ্জ ওসিকে জানানো হলেও প্রায় ২ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে ডিউটি অফিসার বিজয় দিবস উদযাপনের প্রস্তুতির দোহাই দিয়ে অভিযোগ নেননি। ০

তিনি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিপিবি নেত্রকোনা শাখার সাধারণ সম্পাদক নলিনী কান্ত সরকার, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবুল কাইয়ুম আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী নাদিম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নেত্রকোনার সাধারণ সম্পাদক সজল সূত্রধর প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া