X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ছাত্রদলকর্মী রাসেলের মৃত্যু পুলিশ সোর্সের ধাক্কায়, দাবি পরিবারের

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
১৭ ডিসেম্বর ২০১৮, ১২:০৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২০:২২

রাসেল পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে নয়, পুলিশের সোর্সের ধাক্কায় ছাদ থেকে পড়ে ছাত্রদল কর্মী রাসেলের (২৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। রাসেলের বাবা মো. শফি আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলে ছাদ থেকে পড়ে মারা যায়নি। তাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে।’
এর আগে শনিবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে ছাত্রদলকর্মী রাসেলের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ জানিয়েছিল, তাকে গ্রেফতার করতে নগরীর ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকায় মুরাদ ভবন নামে একটি ভবনে অভিযানের সময় পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
তবে বিষয়টি অস্বীকার করেছেন তার বাবা শফি আলম। রবিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় তার বাসায় গিয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাসেলকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে মারা হয়।
রাজনীতিতে রাসেল বন্দর-পতেঙ্গা আসনের বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
শফি আলম বলেন, ‘বিএনপি করতো বলে আমার ছেলে ঘরে থাকতে পারতো না। শনিবার রাতেও সে ঘরে ছিল না। পাশ্ববর্তী মুরাদ ভবনে আশ্রয় নিয়েছিল। খবর পেয়ে পুলিশ ওইদিন রাত ১২টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এসময় গ্রেফতার এড়াতে আমার ছেলে ওই বাড়ি ছাদে গেলে সেখানে পুলিশের সোর্স সালাউদ্দিনের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এর একপর্যায়ে পুলিশের সোর্স তাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। এতেই তার মৃত্যু হয়েছে।’
একই ধরনের অভিযোগ করেছেন রাসেলের মা রোকেয়া বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে সাদা পোশাকে দুই পুলিশ সদস্য এসে আমার ছেলেকে খুঁজে গেছেন। তারা আমাদের কাছে রাসেল কোথায় জানতে চেয়েছে। তার খোঁজ আমরা জানি না বলার পর তারা চলে যায়। পরে আমরা জানতে পারি আমার ছেলে পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে মারা গেছে।’
তিনি বলেন, ‘আমার ছেলে লাফ দিয়ে মারা যায়নি। তাকে পুলিশের লোকজন ছাদ থেকে ফেলে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
তবে রাসেলের মা-বাবার অভিযোগ অস্বীকার করেছেন ইপিজেড থানার ওসি নুরুল হুদা। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওইদিন পুলিশ রাসেলকে খুঁজতে যায়। এরপর তাকে না পেয়ে পুলিশ সদস্যরা ফিরে আসে। পরে সকালে আমরা হাসপাতালের মাধ্যমে জানতে পারি রাসেল নামে একজন ছাদ থেকে পড়ে মারা গেছেন।’
তিনি আরও বলেন, ‘রাসেল অপহরণপূর্বক ধর্ষণসহ বিভিন্ন অপরাধে দায়ের করা ৫টি মামলার এজহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে মাদকের দুটি মামলাও আছে।’
এদিকে ওসি রাসেলের মৃত্যুর খবর সকালে জানতে পেরেছেন জানালেও রাসেলের বাবা শফি আলম দাবি করেছেন পুলিশ ঘটনার পরপরই সেখানে ছিল। রাতেই তার কাছ থেকে একাধিক কাগজে স্বাক্ষর নিয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা