X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় জেএসডি প্রার্থীসহ বিএনপি-এলডিপি’র ২০ নেতাকর্মী কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:২৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:২৯

গ্রেফতার নেতাকর্মীরা (চন্দিনায় আটক জেএসডি প্রার্থী আবু তাহের, সাবেক পৌর মেয়র মান্নান, যুবদল নেতা আশরাফ, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত, গণতান্ত্রিক ছাত্রদল নেতা বাবু)

কুমিল্লার চান্দিনায় যুবলীগ নেতার ওপর ঐক্যফ্রন্ট প্রার্থীর সমর্থিত নেতাকর্মীদের হামলার ঘটনায় জেএসডি মনোনীত প্রার্থীসহ বিএনপি ও এলডিপি’র ২০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার তারা  কুমিল্লার আদালতে হাজির করে জামিন আবেদন করা হলে বিচারক ইরফানুল হক চৌধুরী তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাভোকেট কাইয়ূমুল হক রিংকু জানান, গত ১৫ ডিসেম্বর বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার ফতেহপুর এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন আহত হয়। ওই ঘটনায় তার ভাই সালাউদ্দিন বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রবিবার অভিযান চালিয়ে পুলিশ তিন জনকে আটক করে আদালত হাজির করে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। সোমবার এই মামলার ১৯ জন আসামি ৭নং আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী তাদের মধ্যে দুইজনের জামিন মঞ্জুর করেন। বাকি ১৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

তারা হলেন- চান্দিনা আসন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির মনোনীত প্রার্থী এলডিপির গণতান্ত্রিক যুবদল কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি অধ্যাপক মো. আবু তাহের, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ কাকুল, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, এলডিপি নেতা ছাতাড্ডা গ্রামের শাহজাহান, একই গ্রামের সাকিল আহেমদ, চাঁদসার গ্রামে মিঠু চৌধুরী, কুটুম্বপুর গ্রামের আগজর মেম্বার, একই গ্রামের শাহজাহান, এতবারপুর গ্রামের মাঈন উদ্দিন, নাটিঙ্গী গ্রামের জাহিদুল ইসলাম, শব্দুলপুর গ্রামের শাহজাহান, নাওতলা গ্রামে রফিক, গণিপুর গ্রামের মোশারফ হোসেন ভূইয়া, ফরিদপুর গ্রামের কবির হোসেন, হারং গ্রামের পিয়াল। এর আগে আটক হওয়া তিন জন হলেন, পৌর এলডিপি’র সাধারণ সম্পাদক শাহআলম, পৌর গণতান্ত্রিক ছাত্রদলের আহ্বায়ক তারেকুল ইসলাম বাবু এবং চিলোড়া গ্রামের এলডিপি নেতা শাহআলম।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ