X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মহসিন কলেজে ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষ, আহত ৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ ডিসেম্বর ২০১৮, ০১:৩৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০১:৪৪

সংঘর্ষে আহত এক শিক্ষার্থী চট্টগ্রাম মহসিন কলেজে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় যুবলীগ নেতা নুরুল মোস্তফা টিনু এবং নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, ১৩ ডিসেম্বর ডিগ্রি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সৈকত নামে নুরুল আজিম রনি গ্রুপের একজন ছাত্রলীগ কর্মীকে মারধর করে টিনু গ্রুপের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হানিফ সুমন, একই বিভাগের চতুর্থ বর্ষের হুমায়ুন কবীর, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের আহাদ জিসান, ডিগ্রি দ্বিতীয় বর্ষের নুর কায়েস, সোহাগ, ইমরান, জয়ঘোষ ও রাকিব।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, দুপুরে নুরুল আজিম রনির গ্রুপের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান করার সময় তাদের লক্ষ করে উসকানিমূলক বক্তব্য দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সর্ম্পকে জানতে চাইলে নুরুল আজিম রনির অনুসারী ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিগ্রি (পাস) প্রথম বর্ষের ভর্তির সময় টিনু গ্রুপের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৯ নেতাকর্মী আহত হয়েছেন।’

নুরুল মোস্তফা টিনু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুনেছি মহসিন কলেজে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে আমি জানি না। তখন আমি আওয়ামী লীগের প্রার্থী নওফেল ভাইয়ের গণসংযোগে ছিলাম।’

চকবাজার থানার ওসি মোহাম্মদ নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিগ্রি ভর্তিকেন্দ্রীক একটি ঘটনাকে কেন্দ্র করে এ ছাত্রলীগের দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা