X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে ঐক্যফ্রন্টের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:০৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:১৬

টাঙ্গাইল টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ভাঙচুর ও মারধরের অভিযোগ এনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক কৃষক-শ্রমিক-জনতা লীগের ৫৫ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। মামলা করা হয়েছে অজ্ঞাত আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে। রবিবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সজীব আহমেদ বাদী হয়ে সখীপুর থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ সোমবার (১৭ ডিসেম্বর) ভোরে সখীপুর উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি ও হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমানকে আটক করেছে। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রবিবার (১৬ ডিসেম্বর) বিকালে উপজেলার কচুয়া বাজারে আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্টের মিছিলকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আজাদ হিরাসহ তিনজন আহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক সজীব আহমেদ বাদী হয়ে কৃষক-শ্রমিক-জনতা লীগের ৫৫ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে, ছাত্রলীগের নেতাকর্মীরা রবিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সখীপুর তালতলা চত্বরে ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী কুঁড়ি সিদ্দিকীর পক্ষের প্রচার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন জেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম। এসময় গাড়িতে থাকা দুজনকে মারধর করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

জেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, ‘কচুয়া বাজারে কোনও মারামারির ঘটনা ঘটেনি। তারা একটি মিথ্যা মামলা দায়ের করেছে। মিথ্যা মামলা দিয়ে সখীপুর উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি ও হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানকে আটক করেছে পুলিশ। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। অথচ পুলিশ তার বয়স দেখিয়েছে ৫২ বছর।’

রফিকুল ইসলাম আরও বলেন, ‘এ মামলায় বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ছাড়াও জেলা কৃষক-শ্রমিক-জনতালীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম লাল, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল, সখীপুর পৌর কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি আবু জাহিদ রিপন, সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল তালুকদারসহ সখীপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে তারা।’

মামলার বাদী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সজীব আহমেদ বলেন, ‘রবিবার বিকালে কচুয়া বাজারে আওয়ামী লীগের মিছিল নিয়ে যাওয়ার সময় ধানের শীষের লোকজন অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আজাদ হিরাসহ তিনজন আহত হন এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।’

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। পরে একজনকে আটক করে সোমবার দুপুরে আদালতে পাঠনো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি