X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বগুড়া-২ আসনে মহাজোট প্রার্থীর গাড়িবহরে হামলা: বিএনপির ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৫০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৬:৩১

মামলা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মহাজোট প্রার্থী জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহ এমপির গাড়িবহরে ককটেল হামলার ঘটনায় মামলা হয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলমসহ ৩৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৪৬ জনের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। সোমবার রাতে শিবগঞ্জ উপজেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ মেম্বার এ মামলা করেন।

সোমবার রাতে উপজেলার ভাইয়ের পুকুর এলাকায় এ ককটেল হামলার ঘটনায় দুলু মিয়া ও আলমগীর হোসেন নামে দুই কর্মী আহত হয়েছেন।

শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) নান্নু খান জানান, এমপি শরিফুল ইসলাম জিন্নাহ সোমবার রাতে গাড়িবহর নিয়ে উপজেলার মোকামতলা, দেউলিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। রাত ৯টার দিকে খবর পান ভাইয়ের পুকুর এলাকায় তার নির্বাচনি পোস্টার ছেঁড়া হচ্ছে। তিনি গাড়ি ও মোটরবাইকের বহর নিয়ে ভাইয়ের পুকুর এলাকায় যান। স্থানীয়দের সঙ্গে কথা বলে রাত সোয়া ৯টার দিকে শিবগঞ্জ সদরের দিকে রওনা দিলে দুর্বৃত্তরা তার গাড়িবহরে ৪/৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে এমপির দুই কর্মী আহত হন। তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আলামত হিসেবে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়।

এমপি প্রার্থী জিন্নাহ অভিযোগ করেন, প্রতিপক্ষ বিএনপির ক্যাডাররা সোমবার রাতে তার নির্বাচনি পোস্টার ছিঁড়ে ও আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করছে খবর পেয়ে তিনি গাড়িবহর নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। নেতাকর্মীদের সাহস দিয়ে ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ফেরার পথে হাসুয়া ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ৪০-৫০ জন দুর্বৃত্ত গাড়িবহরের সামনে আসে। এ সময় তারা ৪-৫টি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারের আঘাতে তার দুই কর্মী আহত হয়েছেন। এ সময় গাড়ির লাইট জ্বালালে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি দাবি করেন, এ হামলার সঙ্গে অবশ্যই বিএনপির লোকজন জড়িত আছে। গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, এমপি জিন্নাহর গাড়িবহরে ককটেল হামলার ঘটনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক মীর শাহে আলমসহ ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে আসামিদের গ্রেফতার করা হবে।

 

 

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা