X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীকে সমর্থন দিলেন জাপার একাংশ

জামালপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:০৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:০৯

বর্ধিত সভায় জাপার নেতাকর্মীরা জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়ন বঞ্চিত হয়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার সমর্থন জানালেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালামসহ একাংশের  নেতারা। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় শিমলা বাজার দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির বর্ধিত সভায় নেতাকর্মীরা এই সমর্থন জানান। তবে এ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোখলেছুর রহমান বস্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে সরব রয়েছেন।

জাপা দলীয় সূত্রে জানা যায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ী আসনে লাঙ্গল প্রতীকে মনোনয়ন বঞ্চিত হন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনয়ন পায় মোখলেছুর রহমান বস্তু। উপজেলা জাতীয় পার্টির একাংশের নেতাকর্মীরা বিষয়টি মেনে নিতে পারছে না। ৩০ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে উপজেলা জাতীয় পার্টির করণীয় নির্ধারণে ১৮ ডিসেম্বর বিকালে পার্টির কার্যালয়ে ডাকা হয় এক বিশেষ বর্ধিত সভা। ওই সভায় এ আসনের মহাজোটের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চিকিৎসক মুরাদ হাসান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টি কিভাবে মোখলেছুর রহমান বস্তুকে প্রার্থী করেছে তা আমরা জানি না। তবে এ আসনে যেহেতু মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী রয়েছে তাই উপজেলা জাতীয় পার্টির সকল নেতারা নৌকা প্রতীকের পক্ষে কাজ করবো।

এ সময় মহাজোটের প্রার্থী চিকিৎসক মুরাদ হাসান তার বক্তব্যে বলেন, ‘মহাজোট থেকে এ আসনে আমাকে নৌকা প্রতীক দিয়েছে। উপজেলা জাতীয় পার্টির সকল নেতারা আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে মহাজোটকে আবার সরকার গঠনে সহযোগিতার জন্য আহ্বান জানাই।’

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর জাতীয় পার্টির সভাপতি আছাদুল্লাহ, সদস্য সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা