X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আইনশৃঙ্খলার অবনতি ঘটলে কঠোর ব্যবস্থা: নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম

রংপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ১৬:০৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৭

রংপুরে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও ধরনের অবনতি ঘটলে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে। এখানে কে কোন দলের প্রার্থী সেটা আমাদের কাছে বিবেচ্য নয়।’ আজ বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে রংপুর বিভাগের পুলিশ, র‍্যাব, বিজিবিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ‘সেনাবাহিনী ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে। তারা ১৫ ডিসেম্বর থেকে ভোটকেন্দ্রগুলোতে র‍্যাকি করা শুরু করেছে। আগামী ২৪ ডিসেম্বর থেকে তারা আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করবে।’

নির্বাচনে বিরোধী দলের লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনি মাঠ সমতল বলতে আমি মনে করি ভোটারদের জন্য মাঠ সমতল করতে হবে। সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা নিরাপদে বাসা থেকে বের হয়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আবার যেন নিরাপদে আসতে পারে এটাকেই আমরা সমতল বলি। কিন্তু কোনও দলের প্রার্থী বা রাজনৈতিক দলের জন্য সমতল করা আমাদের কাজ নয়। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি।

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং ভোটের মাঠ সমতল করার জন্য চেষ্টা করছি। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য প্রয়োজনীয় সব নির্দেশনা দেওয়া হয়েছে।’

রংপুরের বিভাগীয় নির্বাচন কর্মকর্তা শাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার জয়নুল বারী, রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আব্দুল আলিম মাহমুদ, রংপুর র‍্যাব-১৩ প্রধান মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা