X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা ওয়াদার বরখেলাপ করেন না: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ১৬:১৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:১৭

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করেন। তিনি কখনও ওয়াদার বরখেলাপ করেন না। গতকাল আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করা হয়েছে। ইশতেহারে তরুণদের কর্মসংস্থানের বিষয়টি বিশেষভাবে উল্লেখ আছে। নেত্রী সরকার গঠন করলে প্রত্যেক পরিবারের অন্তত একজনকে চাকরি দেওয়া হবে। ২০২১ সালের মধ্যে কোনও ঘর অন্ধকারে থাকবে না। আশ্রয়হীন অবস্থায় কোনও লোক ঘরের বাইরে থাকবে না। কোনও লোক গৃহহীন থাকবে না।’

নোয়াখালীতে নির্বাচনি প্রচারণায় ওবায়দুল কাদের

আজ বুধবার (১৯ ডিসেম্বর) নোয়াখালীতে নিজের নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার সময় তিনি এই কথা বলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত নিজের নির্বাচনি এলাকা কবিরহাট উপজেলার ফরায়েজী বাজার, টেকের বাজার, পশ্চিম দরাপনগর ও নূর সোনাপুরের পথসভায় অংশ নেন তিনি।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যে মন্তব্য করেছেন সে ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘এটি তার নিজস্ব মতামত। এটি গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচন কমিশন পাঁচজন নিয়ে গঠিত। পাঁচজন সদস্যের মধ্যে অধিকাংশের মতামতকেই সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হয়। মানুষ কাজে বিশ্বাস করে। কান্নাকাটি বা চোখের পানিতে ভোট আসে না। মানুষ উন্নয়ন চায়, কাজ চায়। ২২ বছর ক্ষমতায় থেকে মওদুদ আহমদ এ এলাকার কোনও উন্নয়ন করেননি। একটি ঘরেও বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি। দিয়েছেন শুধু তারেক রহমানের খাম্বা। মানুষকে শুধু ধোঁকাবাজি দিয়েছে। ধোঁকাবাজির দিন শেষ।’

তিনি আরও বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মওদুদ সাহেব মিথ্যাচার করছেন। তিনি অভিযোগ করেছেন তাকে অবরুদ্ধ করা হয়েছে। আসলে জনগণ তাকে চায় না বলে কোনও গণসংযোগেই তিনি বের হন না। তিনি নিজেকে নিজেই অবরুদ্ধ করে রেখেছেন। তাই নির্বাচনে কীভাবে বিশৃঙ্খলা করা যায়, তার পাঁয়তারা করছেন। জনগণের চেয়ে বড় হাতিয়ার আর কিছু নেই। জনগণের শক্তি দিয়ে মুক্তিযুদ্ধের প্রতীক, উন্নয়নের রোল মডেল শেখ হাসিনা আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে অবশ্যই বিজয়ী হবেন।’

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন সেলিম, জেলা পরিষদ সদস্য আলাবক্স টিটু, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, কবিরহাট পৌরসভার মেয়র ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, জেলা আওয়ামী লীগের সদস্য ডা. একেএম জাফর উল্যাহ, সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান