সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। ভোটে কারচুপি, অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ তুলে নজরুল ইসলামের পক্ষে ভোট বর্জনের ঘোষণা দেন এই আসনে ২০ দলীয় জোটের নির্বাচনের প্রধান সমন্বয়কারী শ্যামনগর উপজেলা জামায়াতের আমির প্রফেসর আব্দুল জলিল। রবিবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সাংবাদিকদের কাছে বিষয়টি অবহিত করেন। বিষয়টি তারা সহকারী রিটার্নিং অফিসার ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করবেন বলে জানিয়েছেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, বিষয়টি শুনেছি, তবে কেউ আমার কাছে লিখিত অভিযোগ দেয়নি।