X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

চাঁদপুরের ৩ আসনে বিএনপি প্রার্থীদের নির্বাচন বর্জন

চাঁদপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ১৮:২৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৯:১৭
image

জেলার ৫টি আসনের মধ্যে রবিবার দুপুর ২টা নাগাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন চাঁদপুর-১ আসনের বিএনপি প্রার্থী মোশারফ হোসেন, চাঁদপুর-২ আসনের প্রার্থী ড. জালাল উদ্দিন ও চাঁদপুর-৪ আসনের প্রার্থী হারুনুর রশিদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সংশ্লিষ্টদের অভিযোগ, জালভোট দিয়ে বাক্স পূর্ণ করা হয়েছে এবং যারাওবা ভোটকেন্দ্রে গিয়েছেন তাদের ক্ষমতাসীন দলের সদস্যদের সামনে নৌকা মার্কায় সিল দিতে বাধ্য করা হয়েছে। তাদের দাবি, ‘এই নির্বাচন প্রশ্নবিদ্ধ।’ চাঁদপুরের ৩ আসনে বিএনপি প্রার্থীদের নির্বাচন বর্জন

সংবাদ সম্মেলনে চাঁদপুর-২ আসনের প্রার্থী ড. জালাল উদ্দিন অভিযোগ করেন, ‘সকালে আমি কেন্দ্রে গিয়ে দেখি ভোটের বাক্স প্রায় পুরে গেছে। আমি তখন সহকারী প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করলাম, ‘বাইরে কোনও ভোটার নেই, এই বাক্সে এত ভোট কোথা থেকে এলো?’ তখন তিনি বললেন, ‘স্যার, আমাদের প্রশ্ন করে লাভ নেই, আপনি তো সবই জানেন।’

তিনি আরও বলেছেন, ‘মহিলাদের ভোটকেন্দ্রে একজন ভোটারও ছিলেন না। সেখানে গিয়ে দেখি দুটি বুথে বাক্সের প্রায় ৭৫% ভরে গেছে। সেখানকার কর্মকর্তাদের প্রশ্ন করলে তারাও কোনও জবাব দিতে পারেননি।’

ড. জালাল উদ্দিনের দাবি, ‘রাতে তারা ভোট কাস্ট করে ফেলেছে। আমার কোনও এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। তারা ভোটকেন্দ্রে যেতে চাইলে তাদের মারধর দিয়ে বের করে দেওয়া হয়েছে। পুলিশ তল্লাশি করে আমার যারা এজেন্ট তাদের আটক করেছে। যারা টাকা দিতে পেরেছে তারা ছাড়া পেয়েছে। আর যারা টাকা দিতে পারেনি, তাদের জেলে পাঠানো হয়েছে। এরকম অবস্থা গত ২০ দিন আমার নির্বাচনি এলাকায় চলেছে। গত ১৬ দিন তারা আমাকে অবরুদ্ধ করে রেখেছিল। আজকেই আমি অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে ভোটকেন্দ্রে যাই।’

‘ভয়ভীতি উপেক্ষা করে কেউ যদি ভোট দিতে যায় তাহলে তাদের সামনে নৌকায় ভোট দিতে হয়, না দিলে তাদের মারধর করে বের করে দেওয়া হয়েছে’ উল্লেখ করে ড. জালাল উদ্দিন  বলেছেন, ‘এ অবস্থায় নির্বাচন করা সম্ভব নয় বলে আমি নির্বাচন বর্জন করলাম।’

এদিকে চাঁদপুর-১ আসনের প্রার্থী মোশারফ হোসেন বলেছেন, ‘গত কয়েকদিন অবরুদ্ধ থাকার পর আজ সকাল ৮টায় প্রথম ঘর থেকে বের হতে পেরেছি। ভোটের আগের দিন রাতেই ১০৮ কেন্দ্রের মধ্যে ৭০ থেকে ৮০টি কেন্দ্রের ব্যালটে সিল মেরে রেখেছে। আজ সকাল থেকেই বাকি কেন্দ্রগুলোতে তারা সিল দিয়েছে। ১১-১২টার মধ্যেই ভোট শেষ। নির্বাচনের আগেই আমাদের এজেন্ট এবং তাদের স্বজনদের ভয়ভীতি ও হামলা-মামলা শিকার হতে পেরেছে। সার্বিকভাবে আজ যে প্রহসনের নির্বাচন হয়েছে তাতে কোনও প্রার্থীর পক্ষেই নির্বাচন চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই নির্বাচন বর্জন করলাম। এমন নির্বাচন আর কখনওই কোথাও দেখিনি। এটি প্রশ্নবিদ্ধ নির্বাচন।’ চাঁদপুরের ৩ আসনে বিএনপি প্রার্থীদের নির্বাচন বর্জন

/এএমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫