X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খুলনায় ধানের শীষের ৫ জনসহ ৬ প্রার্থীর নির্বাচন বর্জন

খুলনা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৮, ২১:২৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:২৬

খুলনায় ধানের শীষের ৫ জন ও লাঙ্গল প্রতীকের একজন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এরা হলেন, খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান, খুলনা-৩ আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৫ ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ এবং খুলনা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সুনিল শুভ রায়। কেন্দ্র দখল, জাল ভোট, ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া এবং ভোট জালিয়াতির অভিযোগ এনে রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার পর থেকে এ সব প্রার্থী একে একে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। খুলনায় ধানের শীষের ৫ জনসহ ৬ প্রার্থীর নির্বাচন বর্জন

খুলনা ৫ আসনে ধানের শীষের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোট গ্রহণের ১ ঘণ্টার ভেতরে তার নির্বাচনি এলাকা খুলনা-৫ আসনে সকল ভোটকেন্দ্রের ভোটকক্ষের দরজা বন্ধ করে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়া হয়। ভোট গ্রহণের পর ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। নেতা-কর্মীদের পিটিয়ে আহত করা হয়েছে। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অনেককে গ্রেফতার করা হয়েছে। এ সব কারণে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলনা-৬ আসনে ধানের শীষের কারাবন্দি প্রার্থী আবুল কালাম আজাদের প্রধান নির্বাচনি  এজেন্ট অ্যাভোকেট লিয়াকত আলী প্রার্থীর নির্বাচন বর্জনের তথ্য নিশ্চিত করেছেন। তার দাবি,  তিনি নিজেও ভোট প্রদান করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছেন।

খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, প্রশাসনের সহায়তায় পোলিং এজেন্টদের বের করে দিয়ে ভোট ডাকাতি এবং জাল ভোট প্রদানের ঘটনা ঘটায় তিনি নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছেন।

খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের ভাষ্য, পুলিশ ও সরকারি কর্মী-সমর্থকরা তাকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখে। কর্মীরা ভয়ে আতঙ্কিত রয়েছেন। এ অবস্থায় তিনি প্রহসনের নির্বাচন বর্জন করছেন।

খুলনা-১ আসনে ধানের শীষের প্রার্থী আমীর এজাজ খান বলেছেন, কর্মীরা ভোটকেন্দ্রে যেতে পারছেন না। সাধারণ ভোটাররাও ভোট প্রদানের সময় বাধাগ্রস্ত হয়েছেন। জাল ভোটের এ নির্বাচন তিনি বর্জন করেছেন।

খুলনা-১ আসনের আরেক প্রার্থী লাঙ্গল প্রতীকের সুনীল শুভ রায়ের ভাষ্য, ‘বটিয়াঘাটার ১০৮টি কেন্দ্রের মধ্যে ১০৭টি কেন্দ্রই নৌকা প্রতীকের সমর্থকরা দখল করে নিয়ে জাল ভোট দেয়। এ রকম কলঙ্কিত ভোট আমি আগে দেখিনি। সকাল থেকেই আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কয়েকজনকে গাছের সাথে বেধেও রাখা হয়েছে। ভোটারদের ব্যালট পেপার টেবিলের ওপর রেখে নৌকায় সিল দিতে বাধ্য করা হয়েছে।’

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা