সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে সখ্যের কারণে নির্বাচনে বিএনপির শোচনীয় পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ফেনীর মহিপালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের চেতনা হচ্ছে অসাম্প্রদায়িকতা। এখানে সাম্প্রদায়িক রাজনীতি বেশি দিন টিকবে না। বিএনপির এই যে পরাজয়ের মূলে হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে তাদের সখ্য। তারা যুদ্ধাপরাধীদের সমর্থন করেছে। তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে। এসব কারণে দেশের তরুণ সমাজ, মুক্তবুদ্ধির মানুষ, সচেতন মানুষ যারা, তারা আস্তে আস্তে বিএনপি থেকে সরে গেছে।’