X
সোমবার, ১৩ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

আমি এখন সবার এমপি: শিবলী সাদিক

হিলি প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৯, ১২:০০আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১২:০১

নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে শিবলি সাদিক দিনাজপুর-৬ আসনে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য পদে জয়ী শিবলী সাদিক বলেছেন, ‘নির্বাচন হয়ে গেছে, আমি এমপি নির্বাচিত হয়েছি। আমি এখন সবার এমপি। আমার কাছে কোনও দল নেই, কোনও মত নেই। আমার আহ্বান থাকলো সকল দল, সকল মানুষ, খেটে খাওয়া মানুষ অবাধে যেন আমার কাছে আসে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় হিলির সিপি রোড এলাকায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘আজকে যে বিজয় নিশ্চিত হয়েছে সে বিজয় সকল নেতাকর্মীর অক্লান্ত পরিশ্রম ও কর্মের ফল। আপনারা প্রমাণ করেছেন যে নেতাকর্মীরা যদি সকলে একসঙ্গে থাকেন  তাহলে কেউ আটকাতে পারবে না। আজ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ এই বিজয়কে নিশ্চিত করেছে তাদের ভোটের মাধ্যমে।

তিনি আরও বলেন, ‘আমরা যারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছি আমাদের নিকট এলাকার মানুষের ব্যাপক আশা প্রত্যাশা রয়েছে। আমি নির্বাচনের পূর্বে হাকিমপুরের মানুষের জন্য যেসব ওয়াদা করেছিলাম যে সমস্ত কাজের স্বপ্ন দেখেছিলাম সেগুলো পূরণ করাই আমার জন্য চ্যালেঞ্জ। আপনারা খেয়াল রাখবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে কেউ যেন বিন্দু পরিমাণ কষ্ট না পায়।’

এর আগে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতে আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠন, বিভিন্ন সংগঠন, নানা শ্রেণি পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ডাব্লু, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ হারুনসহ অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলের রুম দখল নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
হলের রুম দখল নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম
সন্তানের চিকিৎসা করাতে না পেরে মায়ের আত্মহত্যার অভিযোগ
সন্তানের চিকিৎসা করাতে না পেরে মায়ের আত্মহত্যার অভিযোগ
সংবাদপত্রের স্বাধীনতা ও  জনগণের ক্ষমতায়ন পরস্পর সম্পর্কযুক্ত: রাষ্ট্রপতি
সংবাদপত্রের স্বাধীনতা ও  জনগণের ক্ষমতায়ন পরস্পর সম্পর্কযুক্ত: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা