X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৯, ১৮:০৫আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২১:৩১

নোয়াখালী নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মধ্য বাগ্যার এলাকায় ধানের শীষে ভোট দেওয়া সংক্রান্ত বিরোধের জের ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে ওই নারীর স্বামী নিজে বাদী হয়ে সোমবার রাতে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে পুলিশ বাদশা আলম নামে একজনকে গ্রেফতার করেছে।

এদিকে ভোট সংক্রান্ত বিরোধের কারণে সুবর্ণচরে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তদন্ত করার কথা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তদন্ত করার কথা জানান।

মামলার বাদী ওই নারীর স্বামী অভিযোগ করেন, ‘সন্ত্রাসীরা আমার স্ত্রীকে পাংখার বাজার ১৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষে ভোট দিতে দেখে হুমকি দেয়। পরে রাত ১২টায় কয়েকজন লোক পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। আমি দরজা খুলে দেখি, স্থানীয় সন্ত্রাসী মোশারেফ, সালাউদ্দিন, সোহেল, হেঞ্জু মাঝি, বেচু, আবুল কালামের ছেলে  সোহেল, জসীম, আবু, স্বপন, আনোয়ার, বাদশা আলম, হানিফ, সর্ব সাং মধ্যম বাগ্যা, আমির হোসেনসহ ১৫/১৬ জন সন্ত্রাসী দাঁড়িয়ে আছে। তারা আমাকে বেঁধে ফেলে। সন্ত্রাসীরা আমার স্ত্রীকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য গালাগালি করে এবং আমার ছেলেমেয়েকে বেঁধে ফেলে। আমার স্ত্রীকে অস্ত্র দেখিয়ে জোর করে ঘরের বাইরে নিয়ে যায় এবং সবাই মিলে ধর্ষণ ও বেদম মারধর করে। আমাকে ও আমাদের সন্তানদেরও মারধর করে আহত করে। সন্ত্রাসীদের চিনে ফেলায় তারা আমার স্ত্রীকে গলা কেটে হত্যারও চেষ্টা করে। তবে সন্ত্রাসীদের হাত-পা ধরে কান্নাকাটি করে তার জীবন ভিক্ষা চাই। ভোর ৪টার দিকে আমার স্ত্রীকে বাড়ির উঠানে ফেলে চেলে যায়। সকালে আমি আমার স্ত্রীকে প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিতে গেলে স্থানীয় সন্ত্রাসী রহুল আমিন মেম্বার ধর্ষণের ঘটনা কাউকে বা সাংবাদিকদের জানালে আমাকে ও তার পরিবারের সবাইকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। এক পর্যায়ে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে সোমবার দুপুর ১টার দিকে ভর্তি করা হয়।’

নোয়াখালী জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ‘ওই নারীকে সোমবার বেলা ১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার গায়ে জখমের চিহ্ন রয়েছে। হাসপাতালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তবে রুহুল আমিনকে কেন মামলায় আসামি করা হয়নি সে ব্যাপারে জানতে বাদী বলেন, ‘আমি অশিক্ষিত মানুষ, থানায় গিয়ে ঘটনা খুলে বলেছি। পুলিশকে বলেছি সব লিখে নিতে। তারা কেন রুহুল আমিনের নাম লিখে নাই বলতে পারি না।’ তিনি আরও বলেন, '৩/৪ বছর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আমি মেম্বার পদে রুহুল আমিনের জন্য কাজ না করে তার ভাগিনা খলিলের জন্য কাজ করি। খলিল ৫ নং চরজুবিলি ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হয়। সে ক্ষোভ থেকে রুহুল আমিন তার লোকদের দিয়ে এ পাশবিক কাজ করায়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।'      

এ ব্যাপারে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, ‘সোমবার রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, মোশারেফ, বাদশা আলম, সালাউদ্দিন, বেচু, আবুলকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তার ভিত্তিতে বাদশা আলম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।’ রহুল আমিনকে আসামি না করার বিষয়ে জনতে চাওয়া হলে তিনি বলেন, ‘বাদী যার যার নাম উল্লেখ করেছে তাদেরই আসামি করা হয়েছে।’

মোবাইল ফোনে রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'ভোটের ওই কেন্দ্রে আমি ছিলাম না। আর ধর্ষণের ঘটনার বিষয়েও কিছু জানি না।' তিনি জানিয়েছেন, তিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। 

বাম ছাত্র ঐক্য জোটের প্রতিবাদ সমাবেশ

এদিকে, এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাম ছাত্র ঐক্য জোটের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। দেশের মালিকানা ফিরে পেতে সংগ্রামরত জনতা ব্যানারে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি, এ নির্বাচন দখলের নির্বাচন। ধর্ষণের নির্বাচন জনগণ মানে না শ্লোগানে তারা প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন প্রকৌশলী ম. ইনামুল হক, নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, গার্মেন্টস নারী সংহতির তাসলিমা আখতার, সদ্য নির্বাচনে অংশ নেওয়া সিপিবি প্রার্থী মানবেন্দ্র দেব। এছাড়া, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্টের নেতাকর্মীরাসহ প্রগতিশীল ছাত্রজোটের অন্তর্গত নেতাকর্মীরাও উপস্থিত থেকে ধর্ষণসহ এই নির্বাচনের প্রতিবাদ জানান।

এই ঘটনায় বেসরকারি সংগঠন নারীপক্ষ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার এক বিবৃতি দিয়েছে। সংগঠনটির আন্দোলন বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত বিবৃতিতে তারা দাবি জানান, অনতিবিলম্বে এই ঘটনার তদন্ত করে ধর্ষণকারী প্রত্যেককে বিচারের সম্মুখীন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে আর একটিও ধর্ষণ বা সহিংসতার ঘটনা না ঘটে সেই দাবিও জানানো হয়।

 

/এফএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বগুড়ায় নাশকতার মামলায় কালের কণ্ঠের সাংবাদিক গ্রেফতার
বগুড়ায় নাশকতার মামলায় কালের কণ্ঠের সাংবাদিক গ্রেফতার
দেড় ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে নোয়াখালী শহর
দেড় ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে নোয়াখালী শহর
ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার এনসিপির বিক্ষোভ
ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার এনসিপির বিক্ষোভ
‘জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে গুলির নির্দেশ দিয়েছিলেন রৌমারীর ইউএনও’
‘জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে গুলির নির্দেশ দিয়েছিলেন রৌমারীর ইউএনও’
সর্বাধিক পঠিত
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: অর্থ উপদেষ্টা
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ভ্যানচালকের কাছে এসএসসি পরীক্ষার উত্তরপত্র
ধানমন্ডিতে মধ্যরাতে বাসার সামনে অবস্থান, আটক ৩
ধানমন্ডিতে মধ্যরাতে বাসার সামনে অবস্থান, আটক ৩
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধক আলুর তিনটি জাত উদ্ভাবন
ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধক আলুর তিনটি জাত উদ্ভাবন