X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বিএনপি নেতা গউছসহ ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ৩ মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৯, ০৪:১৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ০৪:১৩

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ

নির্বাচনের সময় ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে হবিগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছসহ প্রায় ২৫১ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। তিনটি মামলাতেই জি কে গউছকে প্রধান আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নির্বাচনের দিন জে কে অ্যান্ড এইচ কে হাই স্কুল কেন্দ্রে সহিংসতা এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে বুধবার (২ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামের সাবেক ইউপি মেম্বার তৈয়ব আলী বাদী হয়ে ১০৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এছাড়াও শহরের শায়েস্তানগর এলাকার আওয়ামী লীগ কর্মী মো. আশরাফ আহমেদ হারুন বাদী হয়ে আরও  ২২ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মামলা করেছেন। এই মামলায় অজ্ঞাত রাখা হয় আরও ২০ থেকে ৩০ জনকে। এই অভিযোগে শহরের যশোরআব্দা এলাকার জনাব আলী বাদী হয়ে ১০১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনের নামে এ মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, রবিবার (৩০ ডিসেম্বর) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে দুপুরের দিকে শহরের জে কে অ্যান্ড এইচ কে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিএনপির প্রার্থী তার সমর্থকদের নিয়ে হামলা চালায়। এসময় জি কে গউছ আওয়ামী লীগ কর্মীদের মারপিট করে ব্যালট বাক্স ছিনতাইয়ের জন্য কর্মীদের নির্দেশ দেন। এরপর বিএনপি কর্মীরা কেন্দ্রে হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ করে এবং ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে বিকাল ৩টার দিকে আবারও গোপায়া ইউনিয়নের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায় এবং ব্যালট বাক্স ছিনতাই করে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ