X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিচারপ্রার্থীদের জন্য চট্টগ্রাম আদালত ভবনে অনুসন্ধান ও তথ্যকেন্দ্র

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৯, ১৫:৩৭আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০০:৪২

বিচারপ্রার্থীদের জন্য চট্টগ্রাম আদালত ভবনে অনুসন্ধান ও তথ্যকেন্দ্র চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় বিচারপ্রার্থী জনগণের সুবিধার্থে চালু হলো অনুসন্ধান ও তথ্যকেন্দ্র। বুধবার (২ জানুয়ারি) সকালে এর উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন। শিল্পগ্রুপ কেএসআরএম-এর অর্থায়নে তৈরি হয়েছে এটি। এ উদ্যোগে সহযোগী হওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান বিচারকরা।

অনুসন্ধান ও তথ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধা। অনুষ্ঠানে আরও ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন্নাহার রুমী, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওসমান গণি, জেলা ও দায়রা জজ আদালতের নাজির এজেডএম রেজাউল করিম, কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়াসহ বিভিন্ন পর্যায়ের বিচারকরা।

কেএসআরএমের পক্ষ থেকে ছিলেন জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) সৈয়দ নজরুল আলম, মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রফিকুল আলম, হেড অব ব্র্যান্ড মনিরুজ্জামান রিয়াদ, শাদ হোসেন উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম আদালত ভবনে যেকোনও বিচারপ্রার্থী এসে অনুসন্ধান ও তথ্যকেন্দ্র থেকে আদালত সংশ্লিষ্ট সব তথ্য পেতে পাবেন। কোন আদালত বা বিভাগের অবস্থান কোথায়, আদালতের কোন বিভাগে কী কী সেবা পাওয়া যাবে, বিশেষ তথ্য বা সেবার জন্য কোন অফিসে বা বিভাগে যেতে হবে, এমনকি কোন আদালত ছুটিতে আছে; আদালত সংশ্লিষ্ট এসব তথ্য মিলবে এখানে।

জেলা ও দায়রা জজ আদালতের নায়েব নাজির মো. এনামুল হক জানিয়েছেন, জেলা ও দায়রা জজ আদালতের দুই কর্মচারী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই শিফটে অনুসন্ধান ও তথ্যকেন্দ্রে সেবা প্রদানের কাজে নিয়োজিত থাকবেন।

উদ্বোধনী দিনে অনুসন্ধান ও তথ্যকেন্দ্র চালুর পর সকালের শিফটে জেলা ও দায়রা জজ আদালতের প্রসেস সার্ভেয়ার নিতীশ চন্দ্র দে ও বিকালের শিফটে দায়িত্ব পালন করেন প্রসেস সার্ভেয়ার জুলফিকার রহমান।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া