X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রংপুরের তিন জেলায় সেচ কার্যক্রম শুরু হতে যাচ্ছে

নীলফামারী প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৯, ১৫:২৬আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৫:২৬

তিস্তা ব্যারেজ

দেশের তিন জেলায় চলতি রবি ও খরিব-১ মৌসুমে তিস্তা ব্যারেজের সেচ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। জেলাগুলো হলো নীলফামারী, রংপুর ও দিনাজপুর। এতে সেচের আওতায় নেওয়া হয়েছে ২৯ হাজার ৫০০ হেক্টর জমি।

জানা যায়, আগামী ১৫ জানুয়ারি সেচ প্রকল্পের কমান্ড এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত থাকার কথা রয়েছে, পানী উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগের তত্ত্বাবাধয়ক যতি প্রসাদ ঘোষ।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, সেচ নির্ভর বোরো আবাদে তিস্তার পানির ব্যাপক চাহিদা রয়েছে। আর অন্যদিকে উজানের পানি প্রবাহ উত্তরের হাজার হাজার কৃষকের ভাগ্য সেচের ওপর নির্ভরশীল। এখন চলতি মৌসুমে তিস্তার পানি প্রবাহ রয়েছে পাঁচ হাজার কিউসেক। বর্তমানে শুষ্ক মৌসুমে নদী জুড়ে চলছে স্রোতধারা। গত ১৫ দিন আগে নদীতে পানির পরিমাণ ছিল দেড় হাজার কিউসেক। শনিবার (৫ জানুয়ারী) থেকে তা বৃদ্ধি পেয়ে ৫ হাজার কিউসেকে দাঁড়িয়েছে।

তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাফিউল বারী বাংলা ট্রিবিউনকে বলেন,‘চলতি রবি ও খরিব-১ মৌসুমে তিস্তা ব্যারেজ থেকে আগামী ১৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সেচ দেওয়া শুরু করা হবে। ওই তিন জেলায় ৭৯ হাজার হেক্টর জমি সেচের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। যা উজানের পানি প্রাপ্তিতার ওপর নির্ভর করবে। সেচের আওতায় আনা ২৯ হাজার ৫০০ হেক্টর জমি মধ্যে নীলফামারীর ডোমার-ডিমলায় ৫ হাজার হেক্টর, জলঢাকায় ৮ হাজার হেক্টর ও নীলফামারী সদরে ৭ হাজার হেক্টর, কিশোরগঞ্জে ৫ হাজার, সৈয়দপুরে ২ হাজার, রংপুর গঙ্গাচরা উপজেলায় ৩ হাজার হেক্টর, দিনাজপুরের খানসামা এবং চিরিরবন্দর  উপজেলায় ৫০০ হেক্টর।

তিনি আরও বলেন, বর্তমানে যে পরিমাণ পানি আছে এতে ৫০ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব। তবে পানির প্রাপ্তি বৃদ্ধি পেলে সেচের পরিমাণ বাড়ানো সম্ভব।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লা আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন,‘তিস্তায় এবার উজানের পানির জোয়ার ভালই আছে। সেই জোয়ার অব্যাহত থাকলে আমরা ৭৯ হাজার হেক্টর জমি সেচের আওতায় আনতে পারবো। আশা করি এবার উত্তরের তিন জেলার কৃষক তাদের চাহিদা অনুযায়ী পানি ব্যবহার করতে পারবে। এতে সেচ খরচও কম হবে এবং ধানের পারিমাণও বৃদ্ধি পাবে।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
 ১ পদে ২৩৮ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি