মাগুরায় দুই দিনব্যাপী রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার (৪ জানুয়ারি) ও (৫ জানুয়ারি) এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের মাগুরা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার শেষ দিনে খান মাজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের সহকারী পরিচালক রকিবুল হাসান রবিন, কেন্দ্রীয় পরিষদের সদস্য অশোক সাহা, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান। প্রতিযোগিতায় ২০ জন প্রতিযোগী অংশ নেন।
সম্মেলনে খান মাজহারুল হক লিপুকে সভাপতি ও মোখলেছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।