X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কেজিতে বেগুনের দাম দুই টাকা, বিপাকে চাষি

জামালপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০১৯, ০৬:৩৫আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ০৬:৪৯

হতাশ চাষি (ছবি– প্রতিনিধি)

জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় বেগুনের কেজি মাত্র দুই-তিন টাকা দরে বিক্রি হচ্ছে। আবাদের খরচ না উঠায় বেগুন চাষিরা বেকায়দায় পড়েছেন। অনেকে বেগুন ক্ষেতে রেখে দিচ্ছেন গো-খাদ্য হিসেবে।

দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অধিদফতর সূত্র জানায়, দেওয়ানগঞ্জের ৮ ইউনিয়ন ও পৌর এলাকায় ৭ হাজার বেগুন চাষি রয়েছেন। ৩৫০ হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন হয় ৩০-৩২ মেট্রিক টন। প্রতি বিঘায় খরচ হয় ১৫-১৮ হাজার টাকা। ১০ টাকা কেজি দরে ৬০-৭০ হাজার টাকা হওয়ার কথা।

দেওয়ানগঞ্জ পৌর হাটে বেগুন বিক্রি করতে আসা চাষি আক্কাস মিয়া, আব্দুল কদ্দুস, সুলতান মিয়া, বারেক সরকার ও সুরুজ আলী বলেন, এক বিঘা জমিতে বেগুন আবাদ করতে ১০-১২ হাজার টাকা খরচ হয়েছে। ৩ হাজার টাকাও বিক্রি করতে পারিনি। লাভ দূরের কথা, হাটে বেগুন নিয়ে আসার রিকশা ভাড়াও উঠে না।

ইসলামপুর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, অনুকূল আবহাওয়ার জন্য ব্রহ্মপুত্রের চরাঞ্চলে কৃষকরা বেগুন চাষ করেন। চলতি মৌসুমে ইসলামপুরে ৬০ হাজার মেট্রিক টন বেগুন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে প্রায় ৪ হাজার একর জমিতে বেগুন চাষ করা হয়েছে, যা গত বছরের চেয়ে দেড় হাজার একর বেশি।

ইসলামপুরের ডিক্রির চরের চাষি আক্রাম হোসেন, সুজা মিয়া, বেলাল হোসেন ও কাদের আলী বলেন, এবার বেগুনের ফলন ভাল। ফলন বেশি হওয়ায় বাজারে দাম পড়ে গেছে। কিন্তু এর ফলে বেগুন আবাদের খরচ উঠছে না। ক্ষেতের বেগুন ক্ষেতেই রেখেছি।

ক্ষেত থেকে বেগুন তুলছেন এক নারী (ছবি– প্রতিনিধি)

দেওয়ানগঞ্জ উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার বেগুনের বাম্পার ফলন হয়েছে। এর কারণে চাষীরা ন্যায্যমূল্য পাচ্ছে না। এলাকায় বেগুন সংরক্ষণের জন্য কোনও হিমাগার না থাকায় এসব বেগুন সংরক্ষণেরও সুযোগ নেই।

ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, উপজেলার ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মাটি বেগুন চাষের জন্য উপযোগী হওয়ায় বেগুনের ফলন অত্যন্ত বেশি হয়েছে।  এতে বেগুনের চাহিদা না থাকায় কৃষকরা বেগুন চাষের খরচ তুলতে পারছে না।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!