X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১
আহতকে অ্যাম্বুলেন্সে তুলতে বাধা, পরে মৃত্যু

বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বরিশাল প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৯, ০৭:১২আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০৭:১৩
image

বাবার হত্যাকারীদের বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বুধবার (০৯ জানুয়ারি) বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দুলাল সিকদারের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তার মেয়ে। সংশ্লিষ্ট ভুক্তভোগী নগরীর দরগাহ বাড়ি এলাকায় সরকারি দুগ্ধ ও গবাদী পশু খামারের কর্মচারী ছিলেন। দুষ্কৃতকারীরা প্রথমে তাকে কুপিয়ে-পিটিয়ে আহত করে। অ্যাম্বুলেন্স গেলে তাতে তাকে তুলতে বাধা দেয়। পরে পুলিশ গিয়ে দুলাল সিকাদারকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে তিনি মারা যান।

নিহতের কন্যা দোলা সিকদার তার বাবার হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে লিখিত বক্তব্যে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে তার বাবাকে কুপিয়ে-পিটিয়ে হত্যা করে স্থানীয় প্রভাবশালী ভূমিসদস্যুরা। এ ঘটনায় ওই রাতেই তার মা রহিমা আক্তার ২২ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও বলেছেন, মামলা দায়েরের ৪৮ দিন অতিবাহিত হয়ে গেলেও আজ পর্যন্ত একজন আসামিকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। মামলার আসামি প্রভাবশালী আকিল-মুয়াজসহ অন্যান্যরা প্রতিনিয়ত মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। এ কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তাই বাবার হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন দোলা সিকদার।

গত ২২ নভেম্বর জমিজমার বিরোধের জেরে আসামিরা দুলাল সিকদারকে কুপিয়ে-পিটিয়ে সড়কে ফেলে রাখে। হামলা চলাকালে দুলালের পরিবারের সদস্যদের তাদের ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। স্থানীয়দের খবরে অ্যাম্বুলেন্স গেলেও তাতে দুলালকে নিতে বাধা দেয় আসামিরা। পরবর্তীতে পুলিশ এসে দুলালকে শেরেবাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন