X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

যশোরে ব্যবসায়ী হত্যার মূলহোতা গ্রেফতার, পরিকল্পনাকারী ভারতে

যশোর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৯, ১০:২৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১১:০৫

গ্রেফতার

যশোর শহরে ব্যবসায়ী মহিদুল ইসলাম শাফা হত্যাকাণ্ডের প্রধান হোতা শেখ শাহাবুদ্দিনকে (৩০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মূল পরিকল্পনাকারী ব্যবসায়ী ওয়াশিংটন ভারতে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাধীন বর্ণি সাকিন গ্রামে খালাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদ সম্মেলনের মাধ্যমে ডিবি ওসি মনিরুজ্জামান এ কথা জানান।

তিনি বলেন, ‘৬ জানুয়ারি এই মামলার অপর দু’আসামি রানা মোল্লা ও রাকিবের দেওয়া তথ্য ও মোবাইল ফোন ট্রাকিং করে শাহাবুদ্দিনকে ৮ জানুয়ারি রাতে গ্রেফতার করা হয়।।

তিনি জানান, ১ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের ঈদগাহ মোড়ে দুর্বৃত্তরা গলা কেটে ব্যবসায়ী মহিদুল ইসলাম শাফাকে হত্যা করে। নিহত মহিদুলের যশোর আরএন রোড এলাকায় ‘শাফার মোটর পার্টস’ নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শহরের নলডাঙ্গা এলাকার বাসিন্দা ওয়াশিংটন জোর করে শাফার সঙ্গে ব্যবসায়ী পার্টনার হন। এলক্ষ্যে শাফাকে ৯লাখ টাকাও দেন ওয়াশিংটন এবং মাস শেষে তাকে লাখে ১০ হাজার করে টাকা দিতে হতো। ব্যবসা মন্দা হওয়ায় শাফা তাকে মূলধন ফেরৎ দেয়। এ নিয়ে শুরু হয় শত্রুতা । এক পর্যায়ে ওয়াশিংটন তাকে হত্যার পরিকল্পনা করেন।

ডিবি’র ওসি বলেন, ‘গত ২০ ডিসেম্বর ওয়াশিংটন সন্ত্রাসী শেখ শাহাবুদ্দিনকে দুই লাখ টাকা চুক্তিতে শাফাকে হত্যার পরিকল্পনা করেন। এলক্ষ্যে তাকে প্রথমে ২০ হাজার টাকাও দেওয়া হয় এবং বাকি টাকা অপারেশনের পর দেওয়া হবে বলে জানান।’

শাহাবুদ্দিনের দেওয়া স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘শাফাকে হত্যার আগে তাকে কয়েক দফা রেকি করে শাহাবুদ্দিন ও তার সঙ্গীরা। দু’দফা মিসও হয় তাদের। তাদের কাছে খবর ছিল, শাফা তার ম্যানেজারসহ শহরের ঈদগাহ মোড়ে কাজের জন্য আসেন। ঘটনার দিন বিকেল থেকে শাহাবুদ্দিন একটি মোটরসাইকেল নিয়ে অপক্ষো করছিল। শাফা ও তার ম্যানেজার মোটরসাইকেলে উঠলে তারাও পেছন পেছন আসে এবং কোর্টের মোড়ে শাহাবুদ্দিন তার সঙ্গে থাকা রানা ও রিপনকে নামিয়ে দেয়। পরে তারা ছুরি চালিয়ে শাফাকে হত্যা করে শহরের টাউন হল মাঠ দিয়ে পালিয়ে যায়।

ডিবি ওসি মনিরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের আগেই ওয়াশিংটন ভারতে চলে যান। তার সঙ্গে শেখ শাহাবুদ্দিনের নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ হতো। তথ্যপ্রমাণাদি সব পুলিশের কাছে রয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, খুব দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।

গ্রেফতার শেখ শাহাবুদ্দিন যশোর শহরের শঙকরপুর জমাদ্দারপাড়া এলাকার হালিম শেখের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও ছিনতাইয়ের ৫টি মামলা রয়েছে বলে ওসি জানান।

গত ১ জানুয়ারি সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের ঈদগাহ মোড়ে এইচএন এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক মহিদুল ইসলাম শাফা খুন হন। অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। নিহত সাফা যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের নবিস উদ্দিনের ছেলে। তিনি যশোর শহরের খালধার রোডে ভাড়া বাসায় থাকতেন। 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ