X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দুর্নীতির অভিযোগ, নগদ টাকাসহ কাস্টমস কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ জানুয়ারি ২০১৯, ২১:০০আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:১০

রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিন (লাল কালির বৃত্তে)

দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমস হাউজে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের উপ-পরিচালক (চট্টগ্রাম মেট্রো) মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানকালে নাজিমের অফিসের আলমিরায় নগদ ৬ লাখ টাকা পাওয়া যায় বলে তিনি জানান।

মাহবুবুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাজিমের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ ছিল। আজ সন্ধ্যায় তার অফিসে অভিযান চালিয়ে আমরা ঘুষের টাকাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করি।’

তিনি আরও বলেন, ‘এই কাস্টমস কর্মকর্তা ছাড়পত্র দেওয়ার ফাইল আটকে জাহাজ কোম্পানির কাছ থেকে ৬ লাখ টাকা ঘুষ নেয়। ঘুষ দেওয়ার বিষয়টি দুদকের হট লাইনে আগে থেকেই জানিয়ে রাখে ওই কোম্পানি সংশ্লিষ্টরা। পরে ওই অভিযোগের তদন্তে নেমে আমরা  তাকে গ্রেফতার করি।’

এদিকে, দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ায় নাজিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কাস্টমস কমিশনার (চট্টগ্রাম) ড. একে এম নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. একে এম নুরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ায় নাজিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। ওই তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তদন্ত শেষে প্রতিবেদন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবরে পাঠানো হবে বলেও তিনি জানান।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়