X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তিন বন্ধু মিলে মাদক সেবন করানোর পর হত্যা করা হয় অটোচালক জয়কে

রাজশাহী প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৯, ০১:৪৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০১:৪৯

তিন বন্ধু মিলে মাদক সেবন করানোর পর হত্যা করা হয় অটোচালক জয়কে শুধু অটোরিকশার জন্যই তিন বন্ধু মিলে রাজশাহীর অটোচালক জসিম উদ্দিন ওরফে জয়কে (২০) গলা কেটে হত্যা করা হয়। এর আগে তাকে মাদক সেবন করানো হয়। নেশায় বিভোর হয়ে উঠলেই জয়ের গলায় ছুরি চালান তার বন্ধুরা।

রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম মাস্টারপাড়া মহল্লার আরফান আলীর ছেলে জয় হত্যার ঘটনায় জড়িত তিনজনকে শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সামনে হাজির করে এসব তথ্য জানায় শাহমখদুম থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ উদ্ধারকৃত নানা আলামতও দেখানো হয় সাংবাদিকদের।

গত বুধবার রাতে জেলার গোদাগাড়ী উপজেলার সরমংলা এলাকা থেকে জয়ের লাশ উদ্ধার করে পুলিশ। জয় দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে নগরীর শাহমখদুম থানায় একটি জিডি করা হয়। এর ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর জসিম উদ্দিন (২০) ও সুমন আলী (২৪) জয়ের দুই বন্ধুকে আটক করে পুলিশ। এরা নগরীর একটি খাবারের হোটেলে কাজ করতেন। আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়, আটক করা হয় রাজিব হোসেন (২৪) নামে আরও এক যুবককে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে শাহমখদুম থানার উপ-কমিশনার (ডিসি) হেমায়েতুল ইসলাম বলেন, ‘জয়ের অটোরিকশায় চড়ে তার দুই বন্ধু জসিম ও সুমন গোদাগাড়ী উপজেলায় যান। এরপর তারা রাজিবকে মাদকদ্রব্য নিয়ে আসতে বলেন। রাজিব তাদের মাদক সরবরাহ করলে তারা ঘটনাস্থলে বসে সেবন করেন। এরপর রাজিব চলে গেলে সুমন অটোচালক জয়ের পা দুটো চেপে ধরেন। এ সময় আসামি জসিম তার গলায় ছুরি চালান। তবে হঠাৎ সেখানে আবার রাজিব ফিরে এসে ঘটনাটি দেখে ফেলেন। পরে তাদের মধ্যে সমঝোতা হয়ে গেলে তিনজন মিলেই লাশটি জঙ্গলে ফেলে পালিয়ে আসেন। তারা জয়ের অটোরিকশাটি নাটোরে নিয়ে আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখেন। সেখান থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয় ‘

ডিসি হেমায়েতুল ইসলাম ইসলাম আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে গ্রেফতার তিন যুবক অটোরিকশা চোর চক্রের সঙ্গে জড়িত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় নিহত জয়ের বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে। তিনজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করায় আদালতে তাদের রিমান্ডের আবেদন করা হয়নি।

এদিকে আসামিদের কঠোর শাস্তির দাবিতে বুধবার বিকালে রাজশাহী নগরীর আমচত্বর এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন শাহুসহ এলাকার লোকজন বক্তব্য দেন। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। এই মানববন্ধনের পর আসামি জসিমের বাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা