X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফেনীতে ৪ তরুণীকে ধর্ষণ মামলার আসামি কাওসার গ্রেফতার

ফেনী প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৯, ২২:৩৫আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২৩:২৯

ধর্ষণ মামলায় আটক কাওসার বিন কাসেম ফেনীতে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতিতে ঘরে আটকে রেখে ৪ তরুণীকে ধর্ষণ মামলার মূল আসামি কাওসার বিন কাসেমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ ডিসেম্বর) রাতে শহরের রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে এ মামলায় বৃহস্পতিবার রাতে শহরের রামপুর এলাকা থেকে মো. ছোটন নামে আরেক আসামিকে গ্রেফতার করেছিলো পুলিশ। এ মামলায় এ পর্যন্ত মোট চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ইতোপূর্বে গ্রেফতার হওয়া মো. ওমায়ের ও আরিফুল ইসলাম আরমানকে পুলিশ ১০ দিন করে রিমান্ড চাইলে আদালত উভয়ের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই ) মো. শাহজাহান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই  মো. শাহজাহান বলেন, বিভিন্ন স্থান থেকে প্রেমের প্রলোভনে ফুসলে চার তরুণীকে এনে ফেনী শহরের রামপুর এলাকায় একটি বাসায় আটকে রাখে কাওসার বিন কাসেম। কাওসার ও তার সহযোগীরা ওই তরুণীদের সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক করতো। এ সময় ওই তরুণীরা অসম্মতি জানালে তাদেরকে সিগারেটের ছ্যাঁকা, বৈদ্যুতিক শক ও মারধর ও বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সোমবার ওই ঘর থেকে বন্দি অবস্থায় নির্যাতিত চার তরুণীকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার মালিক কাওসারসহ নির্যাতনকারীরা পালিয়ে যায়।এ সময় ওই বাসার বিভিন্ন কক্ষ থেকে ৫৩ পিস ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও নির্যাতনের আলামত জব্দ করে পুলিশ।

এ ঘটনার শিকার তরুণীদের মধ্যে একজন বাদী হয়ে কাওসার বিন কাসেমসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরদিন ফেনী জেলা সদর হাসপাতালে চার তরুণীর শারীরিক পরীক্ষা শেষে আদালতে ২২ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।

এ ঘটনায় ধর্ষণ মামলা ছাড়াও ইয়াবা ট্যাবলেট রাখার কারণে আরও একটি মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!